‘ভারত ছাড়ো আন্দোলন’ দেশের স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সংঘর্ষের অধ্যায়, কারণ এই আন্দোলনই বৃটিশের হাত থেকে মুক্তির সংকল্পে সারা দেশকে উদ্বুদ্ধ করেছিল। এ ছিল সেই সময়, যখন হিন্দুস্থানের প্রতিটি কোণে – শহরে-গ্রামে সর্বত্র, শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র নির্বিশেষে সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের শরিক হয়ে উঠেছিল। গণ আক্রোশ তখন চরমে পৌঁছেছিল।’
- ৩০ জুলাই ২০১৭ তারিখের 'মন কি বাত' অনুষ্ঠানে নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করা সেই সমস্ত মহান ব্যক্তিদের স্মরণ করেন। ভারত ছাড়ো আন্দোলনের পাঁচ বছরের মধ্যে ভারত স্বাধীন হয়েছিল। এখন থেকে পাঁচ বছর পর, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। আসুন আজ, আমরা অপরিচ্ছন্নতা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাসবাদ, জাতিবাদ, সাম্প্রদায়িকতা মুক্ত ভারত গড়ে তোলার শপথ নিই। আমরা একটি গৌরবশালী ভবিষৎ রচনা করতে পারবো যখন আমরা আমাদের অতীতের সঙ্গে যুক্ত হবো।
প্রধানমন্ত্রী মোদীর মতে, যে সমাজ তাদের ইতিহাস থেকে বিচ্ছিন্ন সেই সমাজ উন্নয়নের এক নতুন শীর্ষে আরোহণ করতে পারে না। এবছর আমরা ‘ভারত ছাড়ো’ - ‘ Quit India Movement’-এর ৭৫-তম বর্ষপূর্তি উদ্যাপন করতে চলেছি। এই কুইজ আপনাকে ১৯৪২ সালের নায়কদের সঙ্গে পরিচিত করবে যাঁরা স্বাধীনতার প্রত্যাশার সঙ্গে নিজেদের একাত্ম করেছিল।
এই কুইজ-এ অংশ নিন এবং আপনার গৌরবশালী ইতিহাসের সঙ্গে পরিচিত হোন। আর হ্যাঁ- আকর্ষণীয় পুরস্কারও জিতুন! দিনের শীর্ষ দশজন বিজয়ী একটি বিশেষ সার্টিফিকেট পাবেন এবং শীর্ষ স্কোরকারীদের মধ্যে থেকে ২০জন বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করতে পারবে।
এই ক্যুইজ ৮ আগস্ট ২০১৭ তারিখে শুরু হবে।


