ভারতীয় জনতা পার্টি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল এবং সারা দেশে এর সক্রিয় উপস্থিতি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কৃষক, দরিদ্র, সুবিধাবঞ্চিত, তরুণ, মহিলা এবং নব্য মধ্যবিত্তদের আকাঙ্খার পূরণ করতে এবং উন্নয়ন-ভিত্তিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি তৃতীয়বার রেকর্ড ম্যান্ডেট পেয়েছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শ্রী মোদী। অর্থনৈতিক সংস্কার, ডিজিটাল পরিকাঠামো এবং কল্যাণমূলক কর্মসূচিতে দলের ফোকাস এর সাফল্যে অবদান রেখেছে।

২০২৪ সালে শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন

এর আগে ২০১৯ ও ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে বিজেপি একক দল হিসেবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। এটিই ভারতের প্রথম অ-কংগ্রেসি দল যারা এই কৃতিত্ব অর্জন করেছে।

২০১৪ সালে শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন

১৯৮০ সালে ভারতীয় ইতিহাসে একটি নতুন অধ্যায় লেখা হয়েছে। এই বছর শ্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির গঠন হয়েছে। বিজেপি গঠনের আগে ভারতীয় জনসংঘ জাতীয় রাজনীতিতে ১৯৫০, ৬০ ও ৭০ দশকে সক্রিয় ছিল এবং এর নেতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার সদস্য ছিলেন। শ্রী মোরারজি দেশাই-এর নেতৃত্বে ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ পর্যন্ত চলা জনতা পার্টির সরকারে জনসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতের ইতিহাসে এটিই ছিল প্রথম অ-কংগ্রেসি সরকার।

BJP: For a strong, stable, inclusive& prosperous India

নতুন দিল্লিতে বিজেপির সভায় শ্রী এল কে আদভানি, শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং মুরলি মনোহর জোশী

আমাদের প্রাচীন সংস্কৃতি ও তত্ত্ব-এ অনুপ্রাণিত বিজেপি একটি মজবুত, আত্মনির্ভরশীল, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভারত তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ। পার্টি দীন দয়াল উপাধ্যায়ের 'সমাকলন মানবতাবাদ' চিন্তাধারায় গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে। বিজেপি ভারতীয় সমাজের সব স্তরের, বিশেষ করে ভারতের তরুণদের ক্রমাগত সমর্থন পাচ্ছে।

এত অল্প সময়ে বিজেপি ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ১৯৮৪ সালে (স্থাপিত হওয়ার ৯ মাস পর) মাত্র ২টি আসন পাওয়া পার্টি ১৯৮৯ সালে ৮৬টি আসনে বিজয় অর্জন করেছে এবং বিজেপি কংগ্রেস বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ও পরিণামস্বরূপ ন্যাশনাল ফ্রন্ট গঠন হয়েছে যে ১৯৮৯-৯০ ভারতে ক্ষমতায় ছিল। ১৯৯০ সালের পর বিজেপি অনেক রাজ্যে সরকার গঠন করেছে। ১৯৯১ সালে ভারতীয় জনতা পার্টি সংসদে দেশের প্রধান বিরোধী দলের ভূমিকায় চলে এসেছিল যা যেকোনো নতুন দলের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

bjp-namo-in3

নতুন দিল্লিতে দলের সভায় বিজেপির নেতৃবৃন্দ

১৯৯৬ সালে শ্রী অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শ্রী বাজপেয়ী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী যে সম্পূর্ণরূপে অ-কংগ্রেসি পটভূমি থেকে ছিলেন। ১৯৯৮ এবং ১৯৯৯-এর নির্বাচনে বিজেপি জনগণের জনাদেশ পেয়েছিল এবং বিজেপি শ্রী বাজপেয়ীর নেতৃত্বে ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছয় বছর দেশের শাসনভার গ্রহণ করেছে। শ্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার এখনো তার উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের জন্য মনে করা হয় যা ভারতের অগ্রগতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

bjp-namo-in2

নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন শ্রী অটল বিহারী বাজপেয়ী

শ্রী নরেন্দ্র মোদী ১৯৮৭ সালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং মাত্র এক বছরে তিনি গুজরাতে বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত হন। তার সাংগঠনিক দক্ষতা শক্তিতে তিনি ১৯৮৭ সালে রাজ্যে 'ন্যায় যাত্রা' এবং ১৯৮৯ সালে লোক শক্তি যাত্রার আয়োজন করেছিলেন। এই প্রচেষ্টার ফলে ১৯৯০ সালে প্রথমবার গুজরাতে অল্প সময়ের জন্য বিজেপি সরকার গঠন হয়েছে এবং তারপর ১৯৯৫ সালে থেকে এখনো পর্যন্ত গুরজাতে বিজেপি শাসন করছে। ১৯৯৫ সালে শ্রী নরেন্দ্র মোদীকে বিজেপির জাতীয় সচিব পদে নিয়োগ করা হয় এবং ১৯৯৮ সালে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জাতীয় সাধারণ সম্পাদকের (সংগঠন) দায়িত্ব দেওয়া হয়। তিন বছর পর ২০০১ সালে পার্টি তাঁকে গুজরাতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয়। ২০০২, ২০০৭ এবং ২০১২-তে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পুনর্নির্বাচিত হন।

বিজেপি সম্পর্কে আরও জানুন, দলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

ভারতীয় জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট

শ্রী এলকে আদভানিজির ওয়েবসাইট

শ্রী রাজনাথ সিং-এর ওয়েবসাইট

রাজনাথ সিং-এর এক্স অ্যাকাউন্ট

শ্রী নীতিন গড়করির ওয়েবসাইট

নীতিন গড়করির এক্স অ্যাকাউন্ট

 

বিজেপির মুখ্যমন্ত্রীগণ

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর এক্স অ্যাকাউন্ট

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এক্স অ্যাকাউন্ট

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওয়েবসাই

এন. বীরেন সিং-এর এক্স অ্যাকাউন্ট

গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্তের এক্স অ্যাকাউন্ট

আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মার এক্স অ্যাকাউন্ট

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এক্স অ্যাকাউন্ট

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ওয়েবসাইট

ভূপেন্দ্র প্যাটেলের এক্স অ্যাকাউন্ট

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার এক্স অ্যাকাউন্ট

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই-এর এক্স অ্যাকাউন্ট

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের এক্স অ্যাকাউন্ট

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার এক্স অ্যাকাউন্ট

হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনির ওয়েবসাইট

হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনির এক্স অ্যাকাউন্ট

ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝির এক্স অ্যাকাউন্ট

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের এক্স অ্যাকাউন্ট

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এক্স অ্যাকাউন্ট

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
GST, income tax, labour laws: A look at India’s biggest reforms in 2025

Media Coverage

GST, income tax, labour laws: A look at India’s biggest reforms in 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi expresses concern over reports on Russian President’s Residence
December 30, 2025

Prime Minister Shri Narendra Modi today expressed deep concern over reports regarding the targeting of the residence of the President of the Russian Federation.

Shri Modi underscored that ongoing diplomatic efforts remain the most viable path toward ending hostilities and achieving lasting peace. He urged all concerned parties to remain focused on these efforts and to avoid any actions that could undermine them.

Shri Modi in a post on X wrote:

“Deeply concerned by reports of the targeting of the residence of the President of the Russian Federation. Ongoing diplomatic efforts offer the most viable path toward ending hostilities and achieving peace. We urge all concerned to remain focused on these efforts and to avoid any actions that could undermine them.

@KremlinRussia_E”