PM to lay foundation stone and inaugurate multiple development projects worth over Rs 1,22,100 crore at Banswara
Power sector projects to include Clean Energy and Transmission projects worth over Rs 91,770 crore
In a major boost to nuclear energy sector, PM to lay foundation stone of Mahi Banswara Rajasthan Atomic Power Project
PM to inaugurate PM KUSUM projects of Rajasthan, Maharashtra, Madhya Pradesh and Karnataka, worth over Rs 16,050 crore
PM to flag off three trains from Rajasthan, significantly improving connectivity between the state and the northern region
PM to distribute more than 15,000 appointment letters to newly appointed youth in Government departments and organizations in Rajasthan
PM to inaugurate Uttar Pradesh International Trade Show-2025 at Greater Noida
Theme of the Trade Show: Ultimate Sourcing Begins Here

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশ এবং রাজস্থান সফর করবেন। তিনি সকাল ৯.৩০ নাগাদ গ্রেটার নয়ডায় উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো – ২০২৫-এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি সমাবেশে ভাষণও দেবেন। 

এর পরে প্রধানমন্ত্রী রাজস্থানে যাবেন এবং ১ লক্ষ ২২ হাজার ১০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন এবং দুপুর ১.৪৫ নাগাদ বাঁশওয়ারায় জনসভায় ভাষণ দেবেন। তিনি পিএম কুসুম সুবিধাপ্রাপকদের সঙ্গে আলাপচারিতাতেও যোগ দেবেন। 

মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত সম্পর্কে তাঁর দায়বদ্ধতার সঙ্গে সংগতি রেখে প্রধানমন্ত্রী গৌতম বুদ্ধ নগর জেলায় গ্রেটার নয়ডাতে উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো ২০২৫-এর উদ্বোধন করবেন। 

“আল্টিমেট সোর্সিং বিগিনস হিয়ার” থিমের এই বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর। এর প্রধান তিনটি উদ্দেশ্য – উদ্ভাবন, সংহতি এবং আন্তর্জাতিককরণ। আন্তর্জাতিক ক্রেতা, দেশীয় বাণিজ্য থেকে বাণিজ্য ক্রেতা এবং দেশীয় বাণিজ্য থেকে উপভোক্তা ক্রেতাদের লক্ষ্যে রেখে একটি ত্রিমুখী ক্রয় রণকৌশল নেওয়া হয়েছে। সুবিধা দেওয়া হবে রপ্তানিকারী, ছোট ব্যবসা এবং উপভোক্তাদেরও। 

এই প্রদর্শনী রাজ্যের বিভিন্ন ধরনের কারুশিল্পের ঐতিহ্য, আধুনিক শিল্প, শক্তিশালী এমএসএমই এবং উদীয়মান উদ্যোগপতিদের একটি মঞ্চে তুলে ধরবে। যে সমস্ত ক্ষেত্রগুলিকে গুরুত্ব দেওয়া হবে তার মধ্যে আছে হস্তশিল্প, বস্ত্র, চর্ম, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্য প্রযুক্তি, ইলেক্ট্রনিক্স, আয়ুষ এবং অন্যান্য। এছাড়াও উত্তরপ্রদেশের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি এবং রন্ধনশৈলীকে এক ছাদের তলায় প্রদর্শিত করা হবে। 

রাশিয়া যোগ দেবে অংশীদার দেশ হিসেবে। ফলে, দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন নতুন রাস্তা খোলার ওপর রণকৌশলগত গুরুত্ব দেওয়া হবে। বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেবেন প্রায় ৬ লক্ষ দর্শক। 

প্রধানমন্ত্রী রাজস্থানের বাঁশওয়ারায় ১ লক্ষ ২২ হাজার ১০০ কোটি টাকার বেশি মূল্যের কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পরের শিলান্যাস ও উদ্বোধন করবেন। 

সকলের জন্য সুলভ, নির্ভরযোগ্য এবং সুস্থায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ভারতের বিদ্যুৎ ক্ষেত্রের রূপান্তরে তাঁর দায়বদ্ধতার সঙ্গে সংগতি রেখে প্রধানমন্ত্রী প্রায় ৪২ হাজার কোটি টাকা মূল্যের অণুশক্তি বিদ্যুৎ নিগম লিমিটেড মাহি বাঁশওয়ারা রাজস্থান অ্যাটোমিক পাওয়ার প্রোজেক্টের শিলান্যাস করবেন। দেশের মধ্যে এটিই হবে বৃহত্তম পরমাণু কেন্দ্র। যারা নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করবে এবং পরমাণু শক্তি ক্ষেত্রে ভারতের অবস্থানকে দৃঢ় করবে। আত্মনির্ভর ভারতের ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্পে চারটি দেশজ প্রযুক্তির ৭০০ মেগা ওয়াটের ভারি জল চুল্লি থাকবে। যেগুলি হবে উন্নত সুরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ যা তৈরি করবে এনপিসিআইএল। এটি ভারতে ‘ফ্লিট মোড’ উদ্যোগের অংশ। যেখানে একই রকম ১০টি ৭০০ মেগা ওয়াটের চুল্লি তৈরি করা হবে সারা দেশে। এই প্রকল্পে কম খরচে চুল্লি তৈরি করে তা দ্রুত কাজে লাগানো হবে। 

ভারতের স্বচ্ছ শক্তি পরিকাঠামোকে আরও বাড়াতে প্রধানমন্ত্রী রাজস্থানে ৩০ হাজার ২১০ কোটি টাকার গ্রিন এনার্জি প্রকল্পের শিলান্যাস করবেন। তিনি ফালোদি, জয়শলমীর, জালোট, সিকর সহ ১০টি জায়গায় সৌর প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া বিকানির সৌর প্রকল্পের শিলান্যাস করবেন। তিনি অন্ধ্রপ্রদেশের রামাগিরিতে একটি সৌর প্রকল্পের শিলান্যাস করবেন। এই প্রকল্পগুলি ভারতের স্বচ্ছ শক্তি সক্ষমতার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। কয়েক লক্ষ টন কার্বনডাই অক্সাইড নিঃসরণ রোধ করে যথেষ্ট পরিমাণ দূষণহীন বিদ্যুৎ তৈরি করবে। 

ভারত সরকারের রিনিউয়েবেল এনার্জি জোনের অধীনে ১৩ হাজার ১৮০ কোটি টাকার বেশি মূল্যের ৩টি বিদ্যুৎ পরিবহন প্রকল্পের শিলান্যাস করবেন। এর লক্ষ্য ৮টা রাজ্যে ২০৩০-এর মধ্যে ১৮১.৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা তৈরি করা। পাওয়ার গ্রিড রাজস্থান আরইজেড-এর জন্য গুরুত্বপূর্ণ বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থা তৈরি করছে। 

প্রধানমন্ত্রী ৩টি গ্রিড সাবস্টেশনের শিলান্যাস করবেন। যার মধ্যে আছে জয়শওয়ালমীর এবং বিকানেরের ২২০ কেভি এবং সংযুক্ত লাইন। তিনি বারমের জেলায় শিবে একটি ২২০ কেভি জিএসএস-এরও উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলি ৪৯০ কোটি টাকার বেশি মূল্যে তৈরি করা হবে এবং অঞ্চলের শক্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

কৃষকদের ক্ষমতায়নে তাঁর দায়বদ্ধতার সঙ্গে সংগতি রেখে প্রধানমন্ত্রী ১৬ হাজার ৫০ কোটি টাকার বেশি মূল্যের ৩ হাজার ৫১৭ মেগা ওয়াটের ফিডার লেভেল সোলারাইজেশন প্রকল্পের উদ্বোধন করবেন। রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকে অবস্থিত এগুলি নির্মিত হয়েছে পিএম কুসুম কর্মসূচিতে। এগ্রিকালচারাল ফিডারগুলি সৌরশক্তি সম্পন্ন করা হয়েছে সুলভ, নির্ভরযোগ্য এবং সুস্থায়ী সেচ বিদ্যুৎ নিশ্চিত করতে। যার থেকে উপকৃত হবেন লক্ষ লক্ষ কৃষক। 

রামজল সেতু লিঙ্ক প্রকল্পের উন্নতিতে এবং জল নিরাপত্তায় তাঁর দৃষ্টিভঙ্গীর প্রসার করতে প্রধানমন্ত্রী রাজস্থানে ২০ হাজার ৮৩০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক জলসম্পদ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। তিনি ইসারদা থেকে একাধিক ফিডার নির্মাণ কাজের শিলান্যাস করবেন। আজমেঢ় জেলায় মোর সাগর কৃত্রিম জলাধার নির্মাণ এবং চিতোরগড় থেকে এর ফিডারের শিলান্যাস করা হবে। এর মধ্যে বিশালপুর ড্যাম ইনটেক পাম্প হাউস, খারি ফিডারের পুনর্নির্মাণ এবং একাধিক অন্যান্য ফিডার ক্যানেলের কাজ অন্যতম। প্রধানমন্ত্রী অন্য কাজের মধ্যে ইসারদার বাঁধ, ভোলপুর লিফট প্রকল্প, টাকলি প্রকল্পেরও উদ্বোধন করবেন। 

সকলের জন্য নিরাপদ এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে তাঁর দায়বদ্ধতার সঙ্গে সংগতি রেখে প্রধানমন্ত্রী বাঁশওয়ারা, দুঙ্গারপুর, উদয়পুর, সওয়াই মাধোপুর, চুরু, আজমেঢ়, ভিলওয়ারা জেলায় ৫ হাজার ৮৮০ কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন অমরুত ২-এর অধীনে। 

সড়ক পরিকাঠামোর উন্নতি ঘটাতে প্রধানমন্ত্রী ভরতপুর শহরে ফ্লাইওভার, বনস নদীর ওপর সেতু এবং ১১৬ অটল প্রগতি পথ প্রকল্পের শিলান্যাস করবেন। তিনি বারমেঢ়, আজমীর, দুঙ্গারপুর জেলায় জাতীয় এবং রাজ্য সড়ক সংক্রান্ত একাধিক সড়ক প্রকল্প উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২ হাজার ৬৩০ কোটি টাকার বেশি মূল্যের এই প্রকল্পগুলি আঞ্চলিক সড়ক যোগাযোগের উন্নতি করবে, সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করবে এবং পথ সুরক্ষা বৃদ্ধি করবে। 

প্রধানমন্ত্রী ভরতপুরে ২৫০ শয্যার আরবিএম হাসপাতাল, জয়পুরে একটি তথ্য প্রযুক্তির উন্নয়ন এবং ই-গভর্নেন্স সেন্টার, মাকরানা শহরে পরিশোধন কারখানা সহ নিকাশী ব্যবস্থা এবং পাম্পিং স্টেশন, মান্ডওয়া এবং ঝুনুঝুনু জেলায় নিকাশী এবং জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন। 

রেল যোগাযোগ বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী তিনটি ট্রেনের যাত্রার সূচনা করবেন, বিকানীর এবং দিল্লি ক্যান্টনমেন্টের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, যোধপুর এবং দিল্লি ক্যান্টনমেন্টের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং উদয়পুর সিটি – চণ্ডীগড় এক্সপ্রেস। এই ট্রেনগুলি নিশ্চিত ভাবে রাজস্থান এবং অন্যান্য উত্তরের রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। 

সকলের জন্য কর্মসংস্থানে তাঁর ভাবনাকে বৃদ্ধি করতে সরকারি দপ্তর এবং সংস্থায় নব নিযুক্ত যুবাদের ১৫ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। এর মধ্যে আছে ৫,৭৭০-এর বেশি পশু সহায়ক, ৪,১৯০ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ১,৮০০ জুনিয়র ইনস্ট্রাকটর, ১,৪৬০ জুনিয়র ইঞ্জিনিয়র, ১,২০০ থার্ড গ্রেড লেভেল টু শিক্ষক এবং অন্যান্য। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
ET@Davos 2026: ‘India has already arrived, no longer an emerging market,’ says Blackstone CEO Schwarzman

Media Coverage

ET@Davos 2026: ‘India has already arrived, no longer an emerging market,’ says Blackstone CEO Schwarzman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister meets Swamis of Sree Narayana Dharma Sanghom Trust
January 23, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today met Swamis associated with the Sree Narayana Dharma Sanghom Trust at Sivagiri Mutt, Varkala.

During the interaction, the Prime Minister appreciated the Swamis’ dedicated work in the fields of social service, education, spirituality and community welfare, noting that their efforts have made a lasting contribution to India’s social fabric.

He remarked that rooted in the timeless ideals of Sree Narayana Guru, the initiatives of the Trust continue to promote equality, harmony and dignity across society.

The Prime Minister wrote on X;

“Met Swamis associated with the Sree Narayana Dharma Sanghom Trust, Sivagiri Mutt, Varkala. Their dedicated work in the fields of social service, education, spirituality and community welfare has made a lasting contribution to our social fabric.

Rooted in the timeless ideals of Sree Narayana Guru, their efforts continue to promote equality, harmony and dignity across society.”