প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার প্রভাব দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কৃষক ভাই-বোনেদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে।
রাজ্যসভার সংসদ শ্রী রাম চন্দর জাংড়া একটি ট্যুইটে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সুবিধাগুলির কথা জানান।
রাজ্যসভার সাংসদের ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কৃষক ভাই ও বোনেদের মুখে হাসি ফুটিয়েছে। এরচেয়ে বড় খুশি আর কী হতে পারে”!
“प्रधानमंत्री फसल बीमा योजना ने हमारे किसान भाई-बहनों के चेहरों पर जो मुस्कान बिखेरी है, उससे बड़ी खुशी और क्या हो सकती है!”
प्रधानमंत्री फसल बीमा योजना ने हमारे किसान भाई-बहनों के चेहरों पर जो मुस्कान बिखेरी है, उससे बड़ी खुशी और क्या हो सकती है! https://t.co/rO5GQeiUQd
— Narendra Modi (@narendramodi) April 11, 2023


