প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর জন্মদিনে শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ১৪০ কোটি সহনাগরিকের ভালোবাসা ও সহযোগিতাকে পাথেয় করে শক্তিশালী, সমর্থ এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে একযোগে কাজ চলবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির দিকনির্দেশ ও চিন্তাভাবনা অনুপ্রেরণার উৎস।
এক্স পোস্টে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
आपकी शुभकामनाओं के लिए बहुत-बहुत धन्यवाद और आभार माननीय @rashtrapatibhvn जी। 140 करोड़ देशवासियों के स्नेह और सहयोग से हम सशक्त, समर्थ और स्वावलंबी भारतवर्ष के निर्माण के लिए सदैव समर्पित रहेंगे। इस दिशा में आपके विजन और विचार हमारे लिए बहुत प्रेरणादायी हैं। https://t.co/xggt5teUg0
— Narendra Modi (@narendramodi) September 17, 2025


