প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ভারত ও মরিশাসের মধ্যে যে বিশেষ ও অনন্য সম্পর্ক রয়েছে, তার উপর জোর দিয়ে দুই নেতা উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে যৌথভাবে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
উন্নয়ন, অংশীদারিত্ব, ক্ষমতা বৃদ্ধি, সামগ্রিক নিরাপত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং মানুষে মানুষে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন তাঁরা।
একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী রামগুলাম সর্বাত্মকভাবে অংশগ্রহণ করায় প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদী ‘প্রতিবেশী প্রথম’ এবং ‘ভিশন মহাসাগর’ – এর সঙ্গে সঙ্গতিপূর্ণ মরিশাসের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শ্রী মোদী ভারত সফরের জন্য মরিশাসের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। উভয় নেতাই যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত ব্যক্ত করেন।
Pleased to speak with my friend, Prime Minister Dr. Navinchandra Ramgoolam. We exchanged views on further strengthening India-Mauritius Enhanced Strategic Partnership and regional developments. Mauritius remains a key partner in India’s Vision MAHASAGAR and our Neighbourhood…
— Narendra Modi (@narendramodi) June 24, 2025


