প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নবরাত্রির পবিত্র লগ্নে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “নবরাত্রিতে আজ দেবী মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করছি, যেন তিনি তাঁর ভক্তদের সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ দেন। তাঁর মমতা ও স্নেহে প্রত্যেকের জীবন নতুন উৎসাহ ও আনন্দে ভরে উঠুক”।
https://youtu.be/bVYmbY3p_7c?si=xMGZp3ilctrILkrz”
नवरात्रि में आज देवी मां से करबद्ध प्रार्थना है कि वे अपने सभी भक्तों को सुख-समृद्धि और सौभाग्य का आशीर्वाद दें। उनके ममतामयी स्नेह से हर किसी के जीवन में नई ऊर्जा और उमंग का संचार हो।https://t.co/BQKCXNN9rg
— Narendra Modi (@narendramodi) September 26, 2025


