দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য: প্রধানমন্ত্রী মোদী
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ বেশ কয়েকটি প্রকল্পে সমৃদ্ধির স্তরে পৌঁছেছে: প্রধানমন্ত্রী মোদী
জন ঔষধি মানে সাশ্রয়ী মূল্যের চিকিৎসার নিশ্চয়তা! জন ঔষধির মন্ত্র হল - কম দাম, কার্যকর ওষুধ: প্রধানমন্ত্রী মোদী
আমাদের সকলের উচিত আমাদের খাবারে রান্নার তেলের ব্যবহার ১০ শতাংশ কমানো, প্রতি মাসে ১০ শতাংশ কম তেল ব্যবহার করা, স্থুলত্ব কম করার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ হবে: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রশাসিত দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-র সিলভাসায় ২৫৮০ কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা করেন। তাঁর ভাষণে ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

সিঙ্গাপুরের দৃষ্টান্ত টেনে শ্রী মোদী বলেন, এক সময় এটি একটি ছোট মৎস্য শিকারের গ্রাম ছিল। সেখানকার মানুষের প্রবল ইচ্ছাশক্তির জন্যই সিঙ্গাপুরে আজ এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন শ্রী মোদী। কেন্দ্রশাসিত এই অঞ্চলের উন্নয়নে একই ধরনের অঙ্গীকার গ্রহণের জন্য এখানকার মানুষের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। 

 

শ্রী মোদী বলেন, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ শুধুমাত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এটি আমাদের গর্ব ও ঐতিহ্যের উৎস। সেই কারণে এর সামগ্রিক উন্নয়নের ওপর জোর দিয়েছে কেন্দ্র। তাঁর ভাষণে এক দেশ এক রেশন কার্ড, জলজীবন মিশন, ভারত নেট, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার মতো বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। 

তাঁর ভাষণে এই কেন্দ্রশাসিত অঞ্চলের পরিকাঠামো, শিক্ষা, কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নে পরিবর্তনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এই কেন্দ্রশাসিত অঞ্চলের অগ্রগতির কথা তুলে ধরেন শ্রী মোদী। তিনি বলেন, আয়ুষ্মান ভারতের মাধ্যমে হাসপাতালগুলিতে নিখরচায় চিকিৎসার সুযোগ-সুবিধা পাচ্ছেন গরিব মানুষ। ১৫ হাজারেরও বেশি জন ঔষধি কেন্দ্রে ৮০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে। তিনি জানান, সরকারের লক্ষ্য হল, ভবিষ্যতে দেশজুড়ে ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র চালু করা। এক রিপোর্টের কথা উল্লেখ করে শ্রী মোদী জানান, ২০৫০ সালের মধ্যে ৪৪ কোটির বেশি ভারতীয় স্থূলত্বের শিকার হবেন। এটি অত্যন্ত উদ্বেগজনক। এর মোকাবিলায় তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। প্রতি মাসে রান্নার তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর পরামর্শ দেন তিনি। 

 

প্রধানমন্ত্রী এই কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন এবং এটি কর্মসংস্থানের প্রধান উৎস হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে রামসেতু, নমো পথ প্রভৃতির কথা উল্লেখ করেন তিনি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ৫০০ কিলোমিটারের বেশি রাস্তার কাজ চলছে। এতে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তিনি বলেন, এই কেন্দ্রশাসিত অঞ্চল উন্নয়ন, সুশাসন এবং সহজ জীবনযাপনের মডেল হয়ে উঠেছে। এখানকার মানুষকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী। 

 

শ্রী মোদী বলেন, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ শুধুমাত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, এটি আমাদের গর্ব ও ঐতিহ্যের উৎস। সেই কারণে এর সামগ্রিক উন্নয়নের ওপর জোর দিয়েছে কেন্দ্র। তাঁর ভাষণে এক দেশ এক রেশন কার্ড, জলজীবন মিশন, ভারত নেট, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার মতো বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। 

 

তাঁর ভাষণে এই কেন্দ্রশাসিত অঞ্চলের পরিকাঠামো, শিক্ষা, কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নে পরিবর্তনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এই কেন্দ্রশাসিত অঞ্চলের অগ্রগতির কথা তুলে ধরেন শ্রী মোদী। তিনি বলেন, আয়ুষ্মান ভারতের মাধ্যমে হাসপাতালগুলিতে নিখরচায় চিকিৎসার সুযোগ-সুবিধা পাচ্ছেন গরিব মানুষ। ১৫ হাজারেরও বেশি জন ঔষধি কেন্দ্রে ৮০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে। তিনি জানান, সরকারের লক্ষ্য হল, ভবিষ্যতে দেশজুড়ে ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র চালু করা। এক রিপোর্টের কথা উল্লেখ করে শ্রী মোদী জানান, ২০৫০ সালের মধ্যে ৪৪ কোটির বেশি ভারতীয় স্থূলত্বের শিকার হবেন। এটি অত্যন্ত উদ্বেগজনক। এর মোকাবিলায় তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। প্রতি মাসে রান্নার তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর পরামর্শ দেন তিনি। 

 

তাঁর ভাষণে এই কেন্দ্রশাসিত অঞ্চলের পরিকাঠামো, শিক্ষা, কর্মসংস্থান এবং শিল্পোন্নয়নে পরিবর্তনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এই কেন্দ্রশাসিত অঞ্চলের অগ্রগতির কথা তুলে ধরেন শ্রী মোদী। তিনি বলেন, আয়ুষ্মান ভারতের মাধ্যমে হাসপাতালগুলিতে নিখরচায় চিকিৎসার সুযোগ-সুবিধা পাচ্ছেন গরিব মানুষ। ১৫ হাজারেরও বেশি জন ঔষধি কেন্দ্রে ৮০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে। তিনি জানান, সরকারের লক্ষ্য হল, ভবিষ্যতে দেশজুড়ে ২৫ হাজার জন ঔষধি কেন্দ্র চালু করা। এক রিপোর্টের কথা উল্লেখ করে শ্রী মোদী জানান, ২০৫০ সালের মধ্যে ৪৪ কোটির বেশি ভারতীয় স্থূলত্বের শিকার হবেন। এটি অত্যন্ত উদ্বেগজনক। এর মোকাবিলায় তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান। প্রতি মাসে রান্নার তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর পরামর্শ দেন তিনি। 

 

প্রধানমন্ত্রী এই কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথাও তুলে ধরেন এবং এটি কর্মসংস্থানের প্রধান উৎস হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে রামসেতু, নমো পথ প্রভৃতির কথা উল্লেখ করেন তিনি। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউর যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ৫০০ কিলোমিটারের বেশি রাস্তার কাজ চলছে। এতে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তিনি বলেন, এই কেন্দ্রশাসিত অঞ্চল উন্নয়ন, সুশাসন এবং সহজ জীবনযাপনের মডেল হয়ে উঠেছে। এখানকার মানুষকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Pragati-led ecosystem accelerated projects worth Rs 85 lakh crore in 10 years: PM Modi

Media Coverage

Pragati-led ecosystem accelerated projects worth Rs 85 lakh crore in 10 years: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Subhashitam highlighting how goal of life is to be equipped with virtues
January 01, 2026

The Prime Minister, Shri Narendra Modi, has conveyed his heartfelt greetings to the nation on the advent of the New Year 2026.

Shri Modi highlighted through the Subhashitam that the goal of life is to be equipped with virtues of knowledge, disinterest, wealth, bravery, power, strength, memory, independence, skill, brilliance, patience and tenderness.

Quoting the ancient wisdom, the Prime Minister said:

“2026 की आप सभी को बहुत-बहुत शुभकामनाएं। कामना करते हैं कि यह वर्ष हर किसी के लिए नई आशाएं, नए संकल्प और एक नया आत्मविश्वास लेकर आए। सभी को जीवन में आगे बढ़ने की प्रेरणा दे।

ज्ञानं विरक्तिरैश्वर्यं शौर्यं तेजो बलं स्मृतिः।

स्वातन्त्र्यं कौशलं कान्तिर्धैर्यं मार्दवमेव च ॥”