প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন। নবরাত্রির সূচনা উপলক্ষে তিনি নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নবরাত্রির প্রথম দিনে আত্মনির্ভর ভারতের পথে দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। ২২ সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হবে। এর মধ্য দিয়ে দেশের সাশ্রয় উৎসবের সূচনা হবে। তিনি বলেন, এই উৎসব সঞ্চয় বৃদ্ধি করবে এবং পছন্দের জিনিসপত্র কিনতে মানুষকে সহায়তা করবে। শ্রী মোদী বলেন, এই সাশ্রয় উৎসবের সুযোগ-সুবিধা গরিব, মধ্যবিত্ত শ্রেণী, নয়া মধ্যবিত্ত শ্রেণি, তরুণ, কৃষক, মহিলা, দোকানমালিক, ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের কাছে পৌঁছে যাবে। এই উৎসবের মরশুম প্রতিটি বাড়িতে খুশি এবং আনন্দ নিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি।
পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার এবং জিএসটি সাশ্রয় উৎসবের জন্য দেশের কোটি কোটি পরিবারকে শুভেচ্ছা জানান শ্রী মোদী। তিনি বলেন, এই সংস্কার ভারতের অগ্রগতি ত্বরান্বিত করবে, ব্যবসায়িক কাজকর্মকে সহজ করবে, বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং উন্নয়নের এই দৌড়ে প্রতিটি রাজ্যের সমান অংশীদারিত্ব সুনিশ্চিত করবে।
২০১৭ সালে জিএসটি সংস্কারের আগে দেশের কর ব্যবস্থার নানা জটিলতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই জটিল কর্ ব্যবস্থার মাশুল দিচ্ছিলেন দেশের কোটি কোটি মানুষ এবং লক্ষ লক্ষ কোম্পানি। তিনি বলেন, ২০১৪-তে ক্ষমতায় আসার পর দেশ এবং মানুষের স্বার্থে সরকার জিএসটি-কে অগ্রাধিকার দেয়। কেন্দ্র এবং রাজ্যগুলির যৌথ প্রয়াসের ফলে বহুস্তরীয় করের হাত থেকে দেশ মুক্ত হয় এবং গোটা দেশে একটি সুসংহত কর ব্যবস্থা গড়ে ওঠে।
প্রধানমন্ত্রী বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরবর্তী প্রজন্মের সংস্কারও সমান গুরুত্বপূর্ণ। তিনি জানান, নতুন কাঠামোয় প্রাথমিকভাবে করের শুধুমাত্র দুটি হার – ৫% এবং ১৮% রাখা হয়েছে। তাঁর কথায়, এর ফলে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিস আরও ব্যয়সাশ্রয়ী হয়ে উঠবে। খাদ্য সামগ্রী, ওষুধ, সাবান, টুথব্রাশ, টুথপেস্ট, স্বাস্থ্য এবং জীবন বিমার উল্লেখ করে তিনি বলেন, এগুলির মধ্যে কোনও কোনওটি পুরোপুরি কর মুক্ত অথবা কোনওটিতে ৫% কর ধার্য করা হয়েছে। আগে এসব পণ্যের কর ১২% ছিল, সেগুলির ৯৯% পণ্য এখন ৫% করের আওতায় নিয়ে আনা হয়েছে।

গত ১১ বছরে ২৫ কোটি ভারতবাসীকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা এবং দেশের অগ্রগতিতে নতুন মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই বছর ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে পুরোপুরি করমুক্ত করা হয়েছে, যা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনকে সহজ করে তুলেছে।
তিনি বলেন, জিএসটি-র হার কমানোর ফলে টিভি, রেফ্রিজারেটর, স্কুটার, বাইক বা গাড়ি কেনার খরচ এখন অনেক কম পড়বে। ‘নাগরিক দেবভব’ মন্ত্রে আগামী প্রজন্মের জিএসটি সংস্কার স্পষ্টভাবে প্রতিফলিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয় করে স্বস্তি এবং জিএসটি হ্রাস একসঙ্গে হওয়ার ফলে দেশের মানুষের সঞ্চয় ২.৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সেই কারণে একে ‘সাশ্রয় উৎসব’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
জিএসটি-র হার কমানো এবং প্রক্রিয়া সহজ করার ফলে ভারতের এমএসএমই, ক্ষুদ্র শিল্প ও কুঠির শিল্পের লাভবান হওয়ার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই সংস্কার বিক্রি বাড়াবে এবং করের বোঝা কমাবে। এমএসএমই ক্ষেত্রকে ভারতের অর্থনীতির মেরুদন্ড হিসেবে চিহ্নিত করেন তিনি। সেই সঙ্গে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলিতে আন্তর্জাতিক উচ্চমানের পণ্য তৈরির ওপর জোর দেন তিনি। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বদেশী মন্ত্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করেছিল। একই ভাবে এই মন্ত্র দেশের সমৃদ্ধির পথে শক্তি যোগাবে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বহু বিদেশী পণ্য আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে এবং মানুষ নিজের অজ্ঞাতেই সেগুলি ব্যবহার করেন। বিদেশী নির্ভরশীলতা থেকে মুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মেড ইন ইন্ডিয়া পণ্য কেনার জন্য মানুষের কাছে আর্জি জানান তিনি। প্রতিটি বাড়িকে স্বদেশীর প্রতীক হয়ে ওঠার এবং প্রতিটি দোকানে দেশীয় পণ্য রাখার ডাক দেন তিনি। স্বদেশীর প্রতি অঙ্গীকার তুলে ধরার জন্য “আমি স্বদেশী কিনি”, “আমি স্বদেশী বিক্রি করি”, এই শব্দবন্দের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই মানসিকতা প্রত্যেক ভারতবাসী অন্তঃস্থলের জায়গা করে নেবে বলে মন্তব্য করেন তিনি। শ্রী মোদী বলেন, পরিবর্তনই ভারতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। আত্মনির্ভর ভারত এবং স্বদেশী প্রচারাভিযানে সক্রিয় ভাবে সহায়তা করার জন্য রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন কেন্দ্র এবং রাজ্যগুলি একযোগে সামনের দিকে এগিয়ে যাবে, তখন স্বনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে, প্রতিটি রাজ্য বিকশিত হবে এবং ভারত উন্নত দেশে পরিণত হবে। তাঁর ভাষণের শেষে প্রধানমন্ত্রী জিএসটি সাশ্রয় উৎসব এবং নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান।
সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন
PM @narendramodi extends Navratri greetings. pic.twitter.com/4XZVg4xJ39
— PMO India (@PMOIndia) September 21, 2025
From 22nd September, the next-generation GST reforms will come into effect. pic.twitter.com/XfROd215rP
— PMO India (@PMOIndia) September 21, 2025
A new wave of GST benefits is coming to every citizen. pic.twitter.com/y7GXC9S3vo
— PMO India (@PMOIndia) September 21, 2025
GST reforms will accelerate India's growth story. pic.twitter.com/GJj2h7Jbbo
— PMO India (@PMOIndia) September 21, 2025
New GST reforms are being implemented. Only 5% and 18% tax slabs will now remain. pic.twitter.com/Yy7rynnh6E
— PMO India (@PMOIndia) September 21, 2025
With lower GST, it will be easier for citizens to fulfill their dreams. pic.twitter.com/NFzPI5YCHI
— PMO India (@PMOIndia) September 21, 2025
The essence of serving citizens is reflected clearly in the next-generation GST reforms. pic.twitter.com/VM8eNtx5Qp
— PMO India (@PMOIndia) September 21, 2025
What the nation needs and what can be made in India should be made within India itself. pic.twitter.com/4UllVk42pK
— PMO India (@PMOIndia) September 21, 2025
India's prosperity will draw strength from self-reliance. pic.twitter.com/4si5mDH4Zd
— PMO India (@PMOIndia) September 21, 2025
Let's buy products that are Made in India. pic.twitter.com/Mb1j7gtv7h
— PMO India (@PMOIndia) September 21, 2025


