প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদের সরকার মহিলাদের সম্মান এবং সশক্তিকরণে দায়বদ্ধ। শ্রী মোদী আরও বলেন, ইন্ডিয়া পোস্টের চালু করা ‘মহিলা সম্মান সঞ্চয় পত্র’ এক্ষেত্রে এক শ্রেষ্ঠ উদাহরণ।
অর্থ মন্ত্রক ‘মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট, ২০২৩’-এর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং এখন থেকে তা ১ লক্ষ ৫৯ হাজার ডাকঘরে পাওয়া যাবে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ২০২৩-২৪-এর বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করে। কন্যা সহ মহিলাদের অন্তর্ভুক্তিকরণ এবং সশক্তিকরণে এটা এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
ইন্ডিয়া পোস্টের এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন :
“মহিলাদের সম্মান ও সশক্তিকরণে আমাদের সরকার দায়বদ্ধ এবং ‘মহিলা সম্মান সঞ্চয় পত্র’ এর এক উল্লেখযোগ্য দৃষ্টান্তস্বরূপ।”
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1912742”
महिलाओं के सम्मान और सशक्तिकरण के लिए हमारी सरकार प्रतिबद्ध है और ‘‘महिला सम्मान बचत पत्र’’ इसका बेहतरीन उदाहरण है। https://t.co/ixzvvBIkfi https://t.co/xTbrNQdv6P
— Narendra Modi (@narendramodi) April 3, 2023


