৫,৫০০ কোটি টাকার বেশি মূল্যের ১৭৬ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী কাজিপেটে রেলের বিভিন্ন সামগ্রীর উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন, এরজন্য ব্যায় হবে ৫০০ কোটি টাকা
প্রধানমন্ত্রী ভদ্রকালী মন্দির দর্শন করে পূজা দিয়েছেন
"তেলেগু জনসাধারণের ক্ষমতা ভারতের ক্ষমতাকে সর্বদাই বৃদ্ধি করেছে"
"আজকের নতুন তরুণ ভারত শক্তিতে ভরপুর"
"ভারতের দ্রুত হারে উন্নয়ন সেকেলে পরিকাঠামোর সাহায্যে হবে না"
"তেলেঙ্গানা পার্শ্ববর্তী অর্থনৈতিক কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত হচ্ছে এবং আর্থিক কর্মকান্ডের কেন্দ্র হয়ে উঠছে"
"যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের বড় উৎস হয়ে উঠতে পারে উৎপাদন কেন্দ্র"

তেলেঙ্গানার মানুষকে আমার শুভেচ্ছা!

তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনজি, আমার মন্ত্রিসভার সহকর্মী নীতিন গড়কড়িজি, জি কিষাণ রেড্ডিজি, সঞ্জয়জি, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তেলেঙ্গানার আমার ভাই ও বোনেরা! সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য গঠনের ৯ বছর পূর্ণ হয়েছে। রাজ্য হিসেবে তেলেঙ্গানা নতুন হতে পারে, কিন্তু ভারতের ইতিহাসে এই রাজ্য এবং এখানকার মানুষের বিপুল অবদান রয়েছে। ভারতের শক্তি বৃদ্ধির ক্ষেত্রে তেলেগু ভাষাভাষী মানুষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। সেই কারণে বিশ্বের পঞ্চম বৃহত্তম আর্থিক শক্তির দেশ হিসেবে ভারতের উত্থানের ক্ষেত্রে তেলেঙ্গানার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমান পরিস্থিতিতে ভারতে যখন বিশ্বের নানা প্রান্ত থেকে লগ্নি আসছে এবং উন্নত ভারতের মানুষের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তখন তেলেঙ্গানার সামনেও এই সুযোগ-সুবিধা গ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।

 

বন্ধুগণ,

নতুন ভারত হল তরুণ ভারত এবং শক্তিতে পরিপূর্ণ। একুশ শতাব্দীর তৃতীয় শতকে আমরা অবশেষে সোনালী পর্বে প্রবেশ করেছি। এই সোনালী পর্বের প্রত্যেকটি সেকেন্ডের পূর্ণ সদ্ব্যবহার আমাদের করতে হবে। দ্রুত উন্নয়নের মাপকাঠিতে দেশের কোনও অংশই যেন পিছিয়ে না পড়ে। গত ৯ বছরে কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানার উন্নয়ন এবং এর যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ নজর দিয়েছে। এই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে যোগাযোগ এবং উৎপাদনের ক্ষেত্রে ৬ হাজার কোটি টাকার প্রকল্পের আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বন্ধুগণ,

যদি নতুন লক্ষ্য থাকে , তবে নতুন পথের খোঁজেরও প্রয়োজন রয়েছে। পুরনো পরিকাঠামো দিয়ে ভারতের দ্রুত উন্নয়ন সম্ভব নয়। যদি পণ্য পরিবহণে সময় নষ্ট হয় এবং তা ব্যয়সাপেক্ষ হয়, তবে ব্যবসা এবং মানুষ দুইয়েরই ক্ষতি। সেই কারণে আমাদের সরকার দ্রুতগতিতে কাজের ওপর গুরুত্ব দিচ্ছে। আজ পরিকাঠামোর প্রতিটি ক্ষেত্রে আগের তুলনায় কয়েকগুণ বেশি গতিতে কাজ হচ্ছে। আজ দেশজুড়ে হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, অর্থনৈতিক করিডর, শিল্প করিডর গড়ে তোলা হচ্ছে। দুই লেনের সড়ককে চার লেনে এবং চার লেনের সড়ককে ছয় লেনে রূপান্তরিত করা হচ্ছে। ৯ বছর আগে তেলেঙ্গানায় জাতীয় সড়কের দৈর্ঘ্য ছিল ২,৫০০ কিলোমিটার, যা এখন বেড়ে ৫ হাজার কিলোমিটারে দাঁড়িয়েছে। বর্তমানে তেলেঙ্গানার বিভিন্ন অংশে ২,৫০০ কিলোমিটার জাতীয় মহাসড়ক প্রকল্পের কাজ চলছে। ‘ভারতমালা’ প্রকল্পের অধীনে তেলেঙ্গানা সহ গোটা দেশে বেশ কিছু করিডর তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে হায়দরাবাদ-ইন্দোর, হায়দরাবাদ-পানাজি এবং সুরাত-চেন্নাই অর্থনৈতিক করিডর। এর ফলে তেলেঙ্গানা অর্থনৈতিক হাব হয়ে উঠেছে।

 

বন্ধুগণ,

আজ নাগপুর-বিজয়ওয়াড়া করিডরের মাঞ্চেরিয়াল থেকে ওয়ারাঙ্গল পর্যন্ত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর ফলে তেলেঙ্গানার সঙ্গে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। মাঞ্চেরিয়াল ও ওয়ারাঙ্গলের মধ্যে দূরত্ব কমার পাশাপাশি যানজট সমস্যাও অনেকটা কমবে।

বন্ধুগণ,

কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানার যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার যে উদ্যোগ নিয়েছে, তাতে এই রাজ্যের শিল্প এবং পর্যটনেরও উন্নতি হবে। তেলেঙ্গানায় বহু ঐতিহ্যবাহী অঞ্চল এবং ধর্মীয় স্থান রয়েছে। এসব জায়গা পরিদর্শন এখন অনেক সহজ হবে। শিল্পের সঙ্গে কৃষির বিশেষ সম্পর্ক রয়েছে। করিমনগরে গ্র্যানাইট শিল্প গড়ে ওঠায় কৃষক, শ্রমিক, পড়ুয়া, পেশাদার – প্রত্যেকেই উপকৃত হচ্ছেন। তরুণদের মধ্যে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে।

বন্ধুগণ,

উৎপাদন শিল্প দেশের তরুণদের কর্মসংস্থানে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। উৎপাদন শিল্পকে উৎসাহিত করতে আমরা পিএলআই প্রকল্প চালু করেছি। এর ফলে উৎপাদনকারী সংস্থা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ সহায়তা পাচ্ছে। এই প্রকল্পের অধীনে তেলেঙ্গানায় ৫০টির বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প রূপায়িত হতে চলেছে। ৯ বছর আগে প্রতিরক্ষায় ভারতের রপ্তানির পরিমাণ ছিল ১ হাজার কোটি টাকার কম। আজ তা ১৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

বন্ধুগণ,

উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় রেল নতুন রেকর্ড তৈরি করেছে এবং নতুন মাইলফলকও স্পর্শ করেছে। দেশের মানুষ এখন ভারতে তৈরি বন্দে ভারত ট্রেন নিয়ে চর্চা করছেন। বিগত বছরগুলিতে ভারতীয় রেল হাজার হাজার আধুনিক কোচ ও ইঞ্জিন তৈরি করেছে। কাজিপেটে এখন প্রতি মাসে ডজন ডজন ওয়াগন তৈরি হবে। এর ফলে এই এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সেখানে বসবাসরত প্রতিটি পরিবার উপকৃত হবে। এটাই হল ‘সবকা সাথ, সবকা বিকাশ’। উন্নয়নের মন্ত্রে আমরা তেলেঙ্গানাকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ!

প্রধানমন্ত্রী মূল ভাষণটি হিন্দিতে দিয়েছিলেন

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'They will not be spared': PM Modi vows action against those behind Pahalgam terror attack

Media Coverage

'They will not be spared': PM Modi vows action against those behind Pahalgam terror attack
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 এপ্রিল 2025
April 22, 2025

The Nation Celebrates PM Modi’s Vision for a Self-Reliant, Future-Ready India