প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জিরোধা-র প্রতিষ্ঠাতা এবং সিইও নীতিন কামাথ-এর একটি ট্যুইটের জবাব দিয়েছেন যেখানে নীতিন কামাথ জানিয়েছেন যে তিনি তাঁর খাবারে মিলেটকে যোগ করেছেন।
নীতিন কামাথের ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন :
“ভালো লাগল পড়ে! আসুন, আমরা সকলে শ্রী অন্নকে আমাদের জীবনের অঙ্গ করে নিই।”
Good to read this! Let us all make Shree Ann a part of our lives. https://t.co/YC5h0o4Bez
— Narendra Modi (@narendramodi) February 15, 2023


