প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহান স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। শ্রী মোদী শ্রী মঙ্গল পান্ডেকে ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ জানানো দেশের শীর্ষস্থানীয় যোদ্ধা হিসেবে প্রশংসা করেছেন।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন:
“মহান স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পান্ডের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি ছিলেন দেশের এমন এক শীর্ষস্থানীয় যোদ্ধা যিনি ব্রিটিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর সাহস ও বীরত্বের কাহিনী দেশবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"
महान स्वतंत्रता सेनानी मंगल पांडे को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। वे ब्रिटिश हुकूमत को चुनौती देने वाले देश के अग्रणी योद्धा थे। उनके साहस और पराक्रम की कहानी देशवासियों के लिए प्रेरणास्रोत बनी रहेगी।
— Narendra Modi (@narendramodi) July 19, 2025


