প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর সেনানি ভগবান বিরসা মুন্ডার শহিদ দিবসে তাঁর স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন ভগবান বিরসা মুন্ডা আদিবাসী ভাইবোনেদের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় নিজের জীবন সমপর্ন করেছিলেন। তিনি বলেন, ভগবান বিরসা মুন্ডার ত্যাগ ও নিষ্ঠা দেশের জনগণকে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় বলেন:
“স্বাধীনতা সংগ্রামের বীর সেনানি ভগবান বিরসা মুন্ডার শহিদ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করছি। ভগবান বিরসা মুন্ডা আদিবাসী ভাইবোনেদের কল্যাণ ও তাদের অধিকার রক্ষায় নিজের জীবন সমপর্ন করেছিলেন। ভগবান বিরসা মুন্ডার ত্যাগ ও নিষ্ঠা সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে।”
स्वतंत्रता संग्राम के महानायक भगवान बिरसा मुंडा जी को उनके बलिदान दिवस पर आदरपूर्ण श्रद्धांजलि। आदिवासी भाई-बहनों के कल्याण और उनके अधिकारों की रक्षा के लिए उन्होंने अपना जीवन समर्पित कर दिया। उनका त्याग और समर्पण देशवासियों को सदैव प्रेरित करता रहेगा। pic.twitter.com/IU2wiFhhqO
— Narendra Modi (@narendramodi) June 9, 2025


