প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মিজোরামের আইজলে ৯ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন। এই প্রকল্পগুলি রেল, সড়ক, বিদ্যুৎ, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি আইজল যেতে পারেননি। তাই লেংপুই বিমানবন্দর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তাঁর ভাষণে শ্রী মোদী দেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা দেশ গড়ার কাজে মিজোরামের মানুষের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতের উন্নয়নযাত্রায় মিজোরাম আজ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আজকের দিনটিকে দেশ, বিশেষত মিজোরামের মানুষের কাছে এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত করে শ্রী মোদী বলেন, আজ থেকে আইজল ভারতীয় রেলের মানচিত্রে যুক্ত হবে। প্রাকৃতিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই রেলপথ তৈরিতে ইঞ্জিনিয়ারদের দক্ষতা এবং শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, এই প্রথম মিজোরামের সাইরাং রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত হবে। মিজোরামের কৃষক এবং ব্যবসায়ীরা এখন থেকে দেশের বিভিন্ন বাজারে পৌঁছতে সক্ষম হবেন। এই রেল প্রকল্পের ফলে পর্যটন, পরিবহণ এবং আতিথেয়তার ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি। শ্রী মোদী বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য মিজোরামের মতো রাজ্য সহ গোটা উত্তর-পূর্ব ভারত ব্যাপকভাবে ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, গত ১১ বছর ধরে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। গ্রামাঞ্চলে রাস্তাঘাট তৈরি এবং মহাসড়ক নির্মাণ, মোবাইল এবং ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎ, নলবাহিত জল এবং এলপিজি সংযোগ সহ সমস্ত ক্ষেত্রে তাঁর সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন শ্রী মোদী। উড়ান প্রকল্পে বিমান ভ্রমণের সুবিধা পাবে মিজোরাম এবং খুব শীঘ্রই এই অঞ্চলে হেলিকপ্টার পরিষেবা চালু হবে বলে জানান প্রধানমন্ত্রী।

মিজোরামের তরুণদের প্রতিভার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, সরকারের লক্ষ্য হল, তাঁদের ক্ষমতায়ন করা। শ্রী মোদী জানান, মিজোরামে ইতিমধ্যে ১১টি একলব্য আবাসিক বিদ্যালয় গড়ে তোলা হয়েছে এবং আরও ছ’টি বিদ্যালয় তৈরির কাজ প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে এখন প্রায় ৪,৫০০টি স্টার্ট-আপ এবং ২৫টি ইনকিউবেটর কাজ করছে। ক্রীড়াক্ষেত্রেও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার সম্প্রতি জাতীয় ক্রীড়ানীতি ‘খেলো ইন্ডিয়া খেল নীতি’ প্রণয়ন করেছে। এই উদ্যোগ মিজোরামের তরুণদের সামনে নতুন দ্বার খুলে দেবে বলে মন্তব্য করেন শ্রী মোদী। সরকারের ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে উত্তর-পূর্বের কারিগর এবং কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এ প্রসঙ্গে মিজোরামের বাঁশের সামগ্রী, জৈব রসুন, হলুদ এবং কলার কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে সাম্প্রতিক জিএসটি সংস্কারের প্রসঙ্গও। তিনি বলেন, বিরোধীদের আমলে ওষুধ, টেস্ট কিট এবং বিমা পলিসির ওপর প্রচুর কর ধার্য করা হয়েছিল। এর ফলে, স্বাস্থ্য পরিচর্যা ও বিমাক্ষেত্র সাধারণ মানুষের কাছে ব্যয়বহুল হয়ে ওঠে। জিএসটি-র নতুন হারের ফলে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ কমবে। ২২ সেপ্টেম্বর থেকে সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর দামও কমবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বহু সংস্থা ইতিমধ্যেই স্কুটার এবং গাড়ির দাম কমিয়ে দিয়েছে।

শ্রী মোদী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশ আর্থিক অগ্রগতি ঘটেছে। এর অর্থ হল, ভারত এখন বিশ্বের দ্রুততম বিকাশশীল এবং আর্থিক শক্তির দেশ। অপারেশন সিঁদুরের সময় মেড-ইন-ইন্ডিয়া অস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে দেশের অর্থনীতি এবং উৎপাদন ক্ষেত্রের অগ্রগতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, প্রত্যেক নাগরিক, প্রত্যেকটি পরিবার এবং প্রতিটি অঞ্চলের কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ। নাগরিকদের ক্ষমতায়নের মাধ্যমে উন্নত ভারত গড়ে উঠবে এবং এই যাত্রায় মিজোরামের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে মিজোরামের রাজ্যপাল জেনারেল ভি কে সিং, মুখ্যমন্ত্রী শ্রী লালডুহোমা, কেন্দ্রীয় শ্রী অশ্বিনী বৈষ্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।
৮০৭০ কোটি টাকার বৈরবী-সাইরাং রেললাইনে
মোট ৪৫টি টানেল তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে ৫৫টি বড় ও ৮৮টি ছোট সেতু। প্রধানমন্ত্রী আজ সাইরাং (আইজল)-দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেস, সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেস এবং সাইরাং-কলকাতা এক্সপ্রেসের উদ্বোধন করেন।
সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন
A historic day for the nation, particularly for the people of Mizoram.
— PMO India (@PMOIndia) September 13, 2025
From today, Aizawl will be on India’s railway map. pic.twitter.com/OKYnwiVbY4
North East is becoming the growth engine of India. pic.twitter.com/By78Tad4ys
— PMO India (@PMOIndia) September 13, 2025
Mizoram has a major role in both our Act East Policy and the emerging North East Economic Corridor. pic.twitter.com/rWymwuhist
— PMO India (@PMOIndia) September 13, 2025
#NextGenGST means lower taxes on many products, making life easier for families. pic.twitter.com/Nmtw5o7ypq
— PMO India (@PMOIndia) September 13, 2025
Mizoram has a major role in both our Act East Policy and the emerging North East Economic Corridor. pic.twitter.com/3MwXvVbAWX
— PMO India (@PMOIndia) September 13, 2025
India is the fastest growing major economy in the world. pic.twitter.com/Z93IN1qHXo
— PMO India (@PMOIndia) September 13, 2025


