প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বন মহোৎসব উদযাপনে সম্মানিত বিচারকদের উৎসাহী অংশগ্রহণের প্রশংসা করেছেন, পরিবেশগত দায়িত্বের প্রতি নাগরিকদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাঁদের ভূমিকা তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে তাঁদের অংশগ্রহণ দেশব্যাপী উদ্যোগ, ‘এক পেড় মা কে নাম’ বা ‘একটি গাছ মায়ের নামে’, যা মানুষকে তাঁদের মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে গাছ লাগানোর জন্য উৎসাহিত করার লক্ষ্যে নতুন গতি প্রদান করবে।
দিল্লি-এনসিটি সরকারের মন্ত্রী শ্রী মনজিন্দর সিং সিরসার এক্স হ্যান্ডেলে একটি পোস্টের প্রতিক্রিয়ায় শ্রী মোদী লিখেছেন:
"বন মহোৎসবে মাননীয় বিচারকদের অংশগ্রহণ সকলকে অনুপ্রাণিত করবে। আমি নিশ্চিত যে এটি 'এক পেড় মা কে নাম' অভিযানকে নতুন প্রেরণা জোগাবে।"
#EkPedMaaKeNaam”
सर्वोच्च न्यायालय के माननीय न्यायाधीशों की गरिमामयी उपस्थित में आज वन महोत्सव का कार्यक्रम संपन्न हुआ।
— Manjinder Singh Sirsa (@mssirsa) July 19, 2025
कार्यक्रम में चीफ जस्टिस ऑफ इंडिया, माननीय जस्टिस भूषण रामकृष्ण गंवई जी, जस्टिस सूर्यकांत शर्मा जी, जस्टिस विक्रमनाथ जी, जस्टिस एम.एम. सुंदरेश जी, जस्टिस पी. श्री. नरसिम्हा… pic.twitter.com/uRCXVoHxxR


