প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখন্ডে ১০০ শতাংশ ব্রড গেজ রেলপথ বৈদ্যুতিকরণের প্রশংসা করেছেন।
উত্তরাখন্ডে ১০০ শতাংশ ব্রড গেজ রেলপথ বৈদ্যুতিকরণ সংক্রান্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর এক ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“উৎসাহজনক ফল! এটা দেবভূমি উত্তরাখন্ডের উপকারে লাগবে এবং পর্যটনের প্রসার ঘটাবে।”
Encouraging outcome! This will benefit Dev Bhoomi Uttarakhand and further enhance tourism. https://t.co/PvXAnUIldz
— Narendra Modi (@narendramodi) March 17, 2023


