পবিত্র ছট উৎসব পালনে দেশের প্রস্তুতিকালীন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ছটি মাইয়ার উদ্দেশে নিবেদিত ভক্তিমূলক গান শেয়ার করে নিয়ে ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেনঃ
“প্রকৃতি ও সংস্কৃতির উদ্দেশে সমর্পিত ছট মহাপর্ব আসন্ন। বিহার-সহ সারাদেশ জুড়ে এর প্রস্তুতিতে ভক্তি মনোভাবাপন্ন মানুষ একত্রিত হয়েছেন। এই পর্বে ছটি মাইয়ার উদ্দেশে সমর্পিত ভক্তিমূলক গান বিনয় ও পবিত্রতার দিকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ আপনারাও ছট পুজোর সঙ্গে জড়িত ভক্তিমূলক গান আমার সঙ্গে ভাগ করে নিন। আমি আগামী কয়েকদিন এইসব গান দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবে।”
प्रकृति और संस्कृति को समर्पित महापर्व छठ आने वाला है। बिहार सहित देशभर में इसकी तैयारियों में श्रद्धालु पूरे भक्ति-भाव से जुट चुके हैं। छठी मइया के गीत इस पावन अवसर की भव्यता और दिव्यता को और बढ़ाने वाले होते हैं। आपसे आग्रह है कि आप भी छठ पूजा से जुड़े गीत मेरे साथ शेयर करें।…
— Narendra Modi (@narendramodi) October 24, 2025


