প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের কৌসাম্বিতে মেডিকেল ভ্যান ব্যবহার করে জনস্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করে তোলার উদ্যোগের প্রশংসা করেছেন।
উত্তর প্রদেশের কৌসাম্বির সাংসদ শ্রী বিনোদ সোনকার এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, একটি মেডিকেল ভ্যানের সহায়তায় ২,৪৭,৫০০-রও বেশি নাগরিক তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ২৫ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পে তাঁদের নাম নথিভুক্ত করেছেন।
এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “সুন্দর এক উদ্যোগ! জনসেবার এই প্রয়াস উন্নয়নে নতুন গতি নিয়ে এসেছে”।
अद्भुत प्रयास! जन सेवा के ऐसे अभियान विकास को नई गति देने वाले हैं। https://t.co/4iupUQQHk4
— Narendra Modi (@narendramodi) March 23, 2023


