হিন্দি দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, ভারতের পরিচয় এবং মূল্যবোধের জীবন্ত ঐতিহ্য হিসেবে হিন্দির সাংস্কৃতিক ও মানসিক গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের সকল ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করা এবং গর্বের সঙ্গে ভবিষ্যত প্রজন্মের কাছে সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে শ্রী মোদী বলেছেন:
"হিন্দি দিবসে আপনাদের সকলকে অসীম শুভেচ্ছা। হিন্দি শুধুই একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং আমাদের পরিচয় ও সংস্কৃতির একটি জীবন্ত ঐতিহ্য। এই উপলক্ষে, আসুন আমরা সকলেই হিন্দি সহ সমস্ত ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করা এবং আগামী প্রজন্মের কাছে গর্বের সাথে সেগুলিকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিই। বিশ্ব মঞ্চে হিন্দির প্রতি ক্রমবর্ধমান সম্মান আমাদের সকলের জন্য গর্ব এবং অনুপ্রেরণার বিষয়।"
आप सभी को हिंदी दिवस की अनंत शुभकामनाएँ। हिंदी केवल संवाद का माध्यम नहीं, बल्कि हमारी पहचान और संस्कारों की जीवंत धरोहर है। इस अवसर पर आइए, हम सब मिलकर हिंदी सहित सभी भारतीय भाषाओं को समृद्ध बनाने और उन्हें आने वाली पीढ़ियों तक गर्व के साथ पहुँचाने का संकल्प लें। विश्व पटल पर…
— Narendra Modi (@narendramodi) September 14, 2025


