প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ রামদর্শ মিশ্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শ্রী মোদী বলেছেন যে রামদর্শ মিশ্রজির মৃত্যু হিন্দি এবং ভোজপুরি সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। প্রধানমন্ত্রী আরও বলেন যে তাঁর জনপ্রিয় লেখার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন:
"প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ রামদর্শ মিশ্রের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু হিন্দি ও ভোজপুরি সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর জনপ্রিয় রচনার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। ওম শান্তি!"
जाने-माने साहित्यकार और शिक्षाविद रामदरश मिश्र जी के निधन से अत्यंत दुख हुआ है। उनका जाना हिंदी और भोजपुरी साहित्य के लिए अपूरणीय क्षति है। अपनी लोकप्रिय रचनाओं के लिए वे सदैव याद किए जाएंगे। शोक की इस घड़ी में उनके परिजनों और प्रशंसकों के प्रति मेरी गहरी संवेदनाएं। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) November 1, 2025


