প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কানপুরে সড়ক দূর্ঘটনার খবরে দুঃখ প্রকাশ করেছেন। এই দূর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন প্রধানমন্ত্রী তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের নিকট আত্মীয়কে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শ্রী মোদী, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।
कानपुर में हुई सड़क दुर्घटना अत्यंत दुखद है। इस हादसे में कई लोगों को अपनी जान गंवानी पड़ी है। मैं उनके परिजनों के ति अपनी संवेदना व्यक्त करता हूं, साथ ही घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 8, 2021


