প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭ই নভেম্বর আইআইটি দিল্লির ৫১তম বার্ষিক সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।
এই সমাবর্তন মিশ্র পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আইআইটি-র ডোগরা হল-এ কয়েকজন উপস্থিত থাকবেন, আর অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে যাঁরা ডিগ্রি পাবেন, সেইসব ছাত্রছাত্রীরা ও তাঁদের অভিভাবক-অভিভাবিকারা, প্রাক্তনীরা এবং আমন্ত্রিত অতিথিরা অনলাইনের মাধ্যমে উপস্থিত থাকবেন। এই সমাবর্তন অনুষ্ঠানে পিএইচডি, এম-টেক, মাস্টার্স অফ ডিজাইন, এমবিএ এবং বি-টেক ডিগ্রি দু'হাজারের বেশি ছাত্রছাত্রীকে দেওয়া হবে। এই প্রতিষ্ঠান রাষ্ট্রপতির স্বর্ণ পদক, ডিরেক্টরের স্বর্ণ পদক, ডঃ শঙ্করদয়াল শর্মা স্বর্ণ পদক ছাড়াও ১০টি স্বর্ণ পদক, রৌপ্য পদক ডিগ্রি প্রাপকদের দিয়ে থাকে।


