প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্যার অনিরুধ জুগনাউথের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, ‘পদ্ম বিভূষণ স্যার অনিরুধ জুগনাউথ ছিলেন একজন সমাজসেবী ও বড় মাপের নেতা, যিনি আধুনিক মরিশাসের রূপকার ছিলেন। গর্বিত প্রবাসী ভারতীয় হিসেবে তিনি দুটি দেশের মধ্যে বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেন, যার সুফল তাঁর সময় থেকেই পাওয়া যাচ্ছে। তাঁর পরিবারের সদস্য ও মরিশাসের জনসাধারণকে সমবেদনা জানাই। ওঁ শান্তি।’
Padma Vibhushan Sir Anerood Jugnauth, a tall leader & statesman, was the architect of modern Mauritius. A proud Pravasi Bharatiya, he helped forge the special bilateral relationship that will benefit from his legacy. Condolences to his family & the people of Mauritius. Om Shanti. pic.twitter.com/CktEnK4XMn
— Narendra Modi (@narendramodi) June 3, 2021