ভারতের মহিলাদের সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারী শক্তির আত্মবিশ্বাসের ফলস্বরূপ এই সাফল্যগুলি অর্জন করা যাচ্ছে। তিনি বলেন, এইসব সাফল্য আমাদের অমৃতকালের স্বপ্ন পূরণ সম্পর্কে আশান্বিত করে।
বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট শ্রীমতী সুরেখা যাদব সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী রাও সাহেব পাতিল দানভে-র এর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“এটি নতুন ভারতের নারী শক্তির আত্মবিশ্বাস। জীবনের প্রতি ক্ষেত্রে মহিলারা যে সাফল্য অর্জন করছেন তার ফলে অমৃতকালে দেশে নানা সংকল্প বাস্তবায়ন করার আশা তৈরি হয়।”
यह नए भारत की नारीशक्ति का आत्मविश्वास है! जीवन के हर क्षेत्र में आज महिलाएं जिन उपलब्धियों को अपने नाम दर्ज करा रही हैं, वो अमृतकाल में देश के संकल्पों के साकार होने का विश्वास दिलाती हैं। https://t.co/cyFvpubnsl
— Narendra Modi (@narendramodi) March 15, 2023