Inaugurates three important space infrastructure projects worth about Rs 1800 crores
Reviews progress of Ganganyaan and bestows ‘astronaut wings’ to the astronaut-designates
“In the new Kaal Chakra, India is continuously expanding its space in the global order and this is clearly visible in our space program”
“The four astronaut-designates are not just four names or individuals, they are four ‘Shakti’ of carrying the aspirations of 140 crore Indians into space”
“The four astronaut-designates symbolize the trust, courage, valor and discipline of today’s India”
“After 40 years, an Indian is going to space. But now, the time, the countdown and the rocket is ours”
“As India is set to become the top-3 economy of the world, at the same time the country's Gaganyaan is also going to take our space sector to new heights”
“India's Nari Shakti is playing a pivotal role in the space sector”
“India's success in the space sector is sowing the seeds of scientific temperament in the country's young generation”
“ In this Amrit Kaal, an Indian astronaut will land on the Moon in an Indian rocket”
“Society benefits the most from space technology”

কেরালার রাজ্যপাল শ্রী আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নজি, আমার সতীর্থ কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরলীধরণ, ইসরো পরিবারের সদস্যবৃন্দ, নমস্কার !

আসুন আমরা সকলে আমাদের বীর সঙ্গীদের জন্য উঠে দাঁড়িয়ে তাঁদের সাধুবাদ জানাই।

ভারত মাতার জয়!
ভারত মাতার জয়!
ভারত মাতার জয়!
ভারত মাতার জয়!
ভারত মাতার জয়!

আপনাদের অনেক ধন্যবাদ। যেকোনও জাতির উন্নয়নের যাত্রাপথে কিছু মুহুর্ত কেবল বর্তমানকেই নয় ভবিষ্যতকেও সূচিত করে। আজ ভারতের সামনে তেমনই এক মুহুর্ত উপস্থিত। আমাদের বর্তমান প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান, জল, স্থল, আকাশ এবং অন্তরীক্ষে ঐতিহাসিক কীর্তি স্থাপনে প্রশংসা লাভ করছেন তাঁরা। কিছু দিন আগে অযোধ্যায় আমি বলেছিলাম, এটা এক নতুন পর্বের সূচনা। এই নতুন পর্বে ভারত ক্রমাগত বিশ্ব শৃঙ্খলে তার নব নব উদ্যমের ক্ষেত্র প্রসারিত করে চলেছে। মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে তা দৃশ্যতই প্রতীয়মান। 

 

বন্ধুগণ,

গত বছর বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেছে। শিবশক্তি পয়েন্ট সারা বিশ্বে ভারতের এই সক্ষমতার পরিচয় বহন করছে। 
এখন বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে আমরা ঐতিহাসিক যাত্রার আরও একটি দিক প্রত্যক্ষ করছি। কিছুক্ষণ আগে চার গগনযান মহাকাশচারীকে এই প্রথম দেশের সামনে তুলে ধরা হয়। তাঁরা কেবলমাত্র ৪ টি নাম বা ৪ জন ব্যক্তিই নন, বরং এই ৪ শক্তি ১৪০ কোটি দেশবাসীর আকাঙ্খাকে মহাকাশে বহন করে নিয়ে যাবে। একজন ভারতীয় ৪০ বছর পর মহাকাশ যাত্রা করবে। তবে, এটা সম্পূর্ণই আমাদের নিজস্ব যাত্রা, আমাদের নিজস্ব কাউন্ট ডাউন এবং সেই যাত্রা হবে একেবারে আমাদের নিজস্ব রকেটে। এই চার নভশ্চরের সঙ্গে সাক্ষাৎ, কথাবার্তা এবং দেশের সামনে তাঁদেরকে তুলে ধরতে পারায় আমি রীতিমতো আনন্দিত। সমগ্র দেশবাসীর পক্ষ থেকে এই বীর সাথীদের আমি আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। একবিংশ শতাব্দীর ভারতের সাফল্যের সঙ্গে আপনাদের নাম ওতপ্রোতভাবে জড়িত থাকবে।
আপনারাই আজকের ভারতের বিশ্বাসের প্রতিভূ। বর্তমান সময়কালে ভারতে শৌর্য, শৃঙ্খলা ঘিরে রয়েছে আপনাদেরকে। বিগত কয়েকবছর ধরে আপনারা দিবারাত্র পরিশ্রম করে চলেছেন। ভারতের গর্বের পথকে প্রসারিত করে মহাকাশে ত্রিবর্ণ পতাকা উত্তোলনে শরিক হলে চলেছেন আপনারা। ভারতের অমৃত প্রজন্মকে আপনারা প্রতিনিধিত্ব করছেন। যাদের মধ্যে রয়েছে অফুরান আবেগ এবং চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর মতো সক্ষম মানসিকতা।  আপনাদের কঠোর প্রশিক্ষণের ক্ষেত্রে যোগব্যায়াম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে লক্ষ্যপথে আপনারা অবতীর্ণ হচ্ছেন তাতে স্বাস্থ্যকর দেহ ও মনের সম্মিলন ঘটা দরকার। দেশবাসীর আশীর্বাদ এবং আন্তরিক শুভ কামনা আপনাদের সঙ্গে রয়েছে। আপনাদের প্রশিক্ষণের ক্ষেত্রে এবং গগণায়ন প্রকল্পের ক্ষেত্রে ইসরোর সমস্ত কর্মীকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। 
যদিও আমি আমার উদ্বেগের দিকও প্রকাশ করছি, তা হয়ত কিছু কিছু মানুষের কাছে 
একটু কটু শোনাতে পারে। দেশবাসী এবং গণমাধ্যমের কাছে আমার আন্তরিক আবেদন যে এই ৪ বীরযোদ্ধা গত কয়েক বছর ধরে কোনোরকম পরিচিতির আশা না করে নিরন্তর পরিশ্রম করে চলেছেন, শারীরিক এবং মানসিকভাবে তাদের আরও এগিয়ে যেতে হবে। তবে আমাদের যে স্বভাব দোষ তাহল এই ৪ নভশ্চর ইতিমধ্যেই খ্যাতনামা পরিচিতি পেয়ে গেছেন। তারা কোথায় গেলে কেউ তাদের স্বাক্ষর নিতে চাইবেন, তাদের সঙ্গে সেলফি তুলতে চাইবেন, গণমাধ্যমের প্রতিনিধিরা মাইক হাতে তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য অপেক্ষা করবেন, তাদের শৈশব কেমন ছিল, কীভাবে তারা বড় হয়ে উঠলেন,  তাদের পরিবারকে এসব নানা প্রশ্নের মুখে পড়তে হতে পারে। সংক্ষেপে বলতে গেলে এই জাতীয় এক পরিবেশ তাদের শৃঙ্খলাপরায়ন যাত্রায় বিঘ্ন ঘটাতে পারে। 

ফলে আমার আন্তরিক অনুরোধ আসল গল্পের সূচনা যেহেতু হবে তাই আমরা তাদেরকে যত বেশি সমর্থন দিতে পারব, তাদের পরিবারের প্রতি যত সমর্থনের হাত প্রসারিত করতে পারব, তাদের চলার পথে জটিলতা ততই কমবে। তাদেরকে বরং নিজেদের কাজে মন দিতে দিন, যাতে তারা নিজেদের হাতে ত্রিবর্ণ পতাকা নিয়ে ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নকে স্বার্থক রূপ দিতে পারেন। এটাই আমাদের সংকল্প। দেশের সমর্থনের ক্ষেত্রে একটা বড় বিষয়। এক্ষেত্রে গণমাধ্যমের সমর্থনটাও অত্যন্ত জরুরী। যতক্ষণ পর্যন্ত তাদের নাম প্রকাশিত না হচ্ছিল, ততক্ষণ সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু এখন হয়ত তাদের নানা অবাঞ্ছিত চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হতে পারে। সেগুলি যাতে না হয়, তারা যাতে এই সব বাহ্যিক প্রভাবমুক্ত হয়ে কর্তব্যপথে অবিচল থাকতে পারেন সেদিকটা নিশ্চিত হওয়া জরুরী। 

বন্ধুগণ,

গগণায়ন কর্মসূচির বিস্তারিত বিষয় আমাকে জানানো হয়েছে। আমি যারপরনাই খুশী, গগণায়নে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্র সামগ্রীই ভারতে তৈরি। ভারত বিশ্বের তৃতীয়   
অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা চালিয়ে যাওয়াকালীন এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। গগণায়ন মিশন ভারতের মহাকাশ যাত্রাকে এক নতুন শিখরে পৌঁছে দেবে। আজ অনেকগুলো প্রকল্পের এখানে উদ্বোধন বিশ্ব প্রযুক্তিতে ভারতের সক্ষমতারই কেবল প্রসার ঘটাবে তা নয়, কর্মসংস্থানের ক্ষেত্রে তা নতুন সম্ভাবনা তৈরি করবে। 

 

বন্ধুগণ, 

আমি অত্যন্ত খুশী যে মহাকাশক্ষেত্রে মহিলারা বিশেষ গুরুত্ব পাচ্ছেন। চন্দ্রযান বা গগণায়ন ভারতের মহিলা বিজ্ঞানীরা ছাড়া এসব মিশনের ধারণা অসম্পূর্ণ থেকে যেত। আজ ইসরোতে ৫০০-রও বেশি মহিলা নেতৃত্বের স্থানে রয়েছেন। আমি এই সমস্ত মহিলা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং কারিগরদের আমার আন্তরিক সাধুবাদ জানাচ্ছি।

বন্ধুগণ,

ভারতের মহাকাশ ক্ষেত্রে কোনো একটা কিছুর বিরাট অবদান অনেক সময়ই যথাযথ দৃষ্টি এড়িয়ে যায়। এটা হল যুব সম্প্রদায়ের মধ্যে আধুনিক বিজ্ঞান সচেতন মানসিকতার বীজ বপন করা। ইসরোর এই সাফল্য গাথা দেখে অনেক শিশুই হয়ত বিজ্ঞানী হয়ে ওঠার স্বপ্ন দেখছে। রকেটের কাউন্টডাউন দেখতে দেখতে লক্ষ লক্ষ শিশুর স্বপ্ন হয়ত ডানা মেলছে। অনেকেরই কাগজের এরোপ্লেন ওড়ানোর মাঝে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে ওঠার স্বপ্ন নিহিত রয়েছে। যুব সম্প্রদায়ের মধ্যে এই উদ্যম যেকোনো দেশেরই এক বিরাট সম্পদ। আমার মনে আছে, চন্দ্রযান-২ যখন চাঁদে অবতরণ করতে চলেছে দেশ জুড়ে সমস্ত শিশুরা নিস্পলক নয়নে তা প্রত্যক্ষ করছিল। ওই ঘটনা থেকে তারা অনেক কিছু শিখেছে। যার ফলশ্রুতি আমরা প্রত্যক্ষ করতে পেরেছি গত বছর ২৩ শে ডিসেম্বর চন্দ্রযান -৩ এর সফল অবতরণ যুব সম্প্রদায়কে নতুন উৎসাহে ভরিয়ে তুলেছে। এই দিনটিকে আমরা মহাকাশ দিবস হিসেবে চিহ্নিত করেছি। আমরা প্রথম পদক্ষেপে মঙ্গল যাত্রা সফল করেছি। আমাদের দেশ একক উদ্যোগে আরও অনেক যান পাঠাচ্ছে। চন্দ্রযানের সাফল্যের পর আপনারা আদিত্য এল-১-কে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে তার কক্ষপথে স্থাপনে সমর্থ হয়েছেন। পৃথিবীর মাত্র কয়েকটি দেশের কাছে এই সাফল্য কীর্তি রয়েছে। আর এতো কেবলমাত্র ২০২৪-এ শুরু। ইতিমধ্যেই আমরা এক্সপো স্যাট, ইনস্যাট-থ্রি ডিএস-এর ক্ষেত্রে সাফল্য লাভ করতে পেরেছি।

 

বন্ধুগণ,

আমরা যৌথভাবে ভবিষ্যতের নানা সম্ভাবনার ক্ষেত্র তৈরি করছি। আগামী ১০ বছরে ভারতের মহাকাশ অর্থনীতি পাঁচগুণ বৃদ্ধি পেয়ে ৪৪০ লক্ষ ডলারে পৌঁছবে বলে অনুমান করা যায়। মহাকাশ ক্ষেত্রে ভারত একটি বিশ্ববাণিজ্য হাব হয়ে উঠছে। আগামী কয়েক বছরে আমরা আবার চাঁদে যাত্রা করব। এবারের সাফল্যের পর আমরা আমাদের লক্ষ্যকে আরো প্রসারিত করেছি। এরপর চাঁদ থেকে আমরা পৃথিবীতে কয়েকটি নমুনা নিয়ে আসব। এতে চাঁদ সম্বন্ধে আমাদের জ্ঞানের প্রসার ঘটবে। শুক্র অভিযানও এরপর ইসরোর লক্ষ্য। ২০৩৫-এর মধ্যে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি হয়ে যাবে। এতে মহাকাশে আরও অজানা দিক উন্মোচিত হবে। শুধুমাত্র তাই নয় ভারতেরই কোনো নভশ্চর ভারতের তৈরি নিজস্ব রকেটে সওয়ার হয়ে অমৃতকালে চাঁদের মাটিতে পা রাখবেন।          

বন্ধুগণ,

একবিংশ শতাব্দীর এই ভারতের সক্ষমতা সারা বিশ্বের চমক লাগিয়ে দিয়েছে। গত ১০ বছরে আমরা কম করে ৪০০ টি উপগ্রহ যান উৎক্ষেপণ করেছি। যেখানে তার আগের ১০ বছরে মাত্র ৩৩ টি উপগ্রহ যানের উৎক্ষেপণ হয়েছিল। ওই সময়কালে দেশের স্টার্টআপের সংখ্যা ছিল একটি বা দুটি। আজ সেই সংখ্যা ২০০ ছাপিয়ে গেছে। এই সব স্টার্টআপগুলির বেশিরভাগই আমাদের যুবসম্প্রদায়ের হাতেই তৈরি। তাদের কেউ কেউ হয়ত আপনাদের মধ্যেই রয়েছেন। আমি তাদের দৃষ্টিভঙ্গী, মেধা এবং উদ্যোগের প্রশংসা করছি। সাম্প্রতিক মহাকাশ নীতিতে সংস্কার এক নতুন উদ্যমের সঞ্চার ঘটিয়েছে। গত সপ্তাহে আমরা মহাকাশ ক্ষেত্রে প্রত্যক্ষ বিনিয়োগ নীতি চালু করেছি। এই সংস্কার নীতির ফলে মহাকাশ ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই সংস্কার নীতির ফলে বিশ্বের নানান মহাকাশ সংস্থা ভারতে আসবে এবং এর ফলে আমাদের তরুণ প্রতিভাও বিশ্বের সামনে তাদের মেধা শক্তি তুলে ধরতে পারবে। 

 

বন্ধুগণ,

আমরা সংকল্প নিয়েছি ২০৪৭ –র মধ্যে ভারতকে উন্নত দেশে রূপ দেওয়ার। এই লক্ষ্যপূরণের পথে মহাকাশ ক্ষেত্রের ভূমিকা অপরিসীম। মহাকাশ বিজ্ঞান কেবলমাত্র রকেট বিজ্ঞানই নয়, এটি একটি বৃহত্তম সমাজ বিজ্ঞানও। মহাকাশ প্রযুক্তি থেকে সমাজ উপকৃত হয়। আজ এই মহাকাশ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে নানা ভূমিকায় অবতীর্ণ। তা ফসলের নজরদারিই হোক বা আবহাওয়ার পূর্বাভাস, সাইক্লোন বা অন্য প্রাকৃতিক বিপর্যয় যাই হোক না কেন, গাড়ি চালাতে গিয়েও আমরা জিপিএসের সাহায্য নিচ্ছি। 

স্যাটেলাইট ডেটা আমাদের অনেক কাজকে সহজ করে দিচ্ছে। ন্যাভিক প্রযুক্তির মাধ্যমে ভারতে লক্ষ লক্ষ মৎস্যজীবীকে সঠিক তথ্য পৌঁছে দিতেও মহাকাশ ক্ষেত্র বিশেষ কাজে লাগছে। আমাদের উপগ্রহ যান কেবলমাত্র আমাদের সীমান্ত ক্ষেত্রকে সুরক্ষিত রাখছে তাই নয়, প্রান্তিক এলাকাতে শিক্ষা, যোগাযোগ এবং স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেও তার ভূমিকা অপরিসীম। ফলে ইসরো এবং অন্য যাবতীয় মহাকাশ সংস্থার বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরও একবার আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষত ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এই অভিনন্দন গগনযান দলকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।

প্রধানমন্ত্রীর মূল ভাষণটি হিন্দিতে।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
A big deal: The India-EU partnership will open up new opportunities

Media Coverage

A big deal: The India-EU partnership will open up new opportunities
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi interacts with Energy Sector CEOs
January 28, 2026
CEOs express strong confidence in India’s growth trajectory
CEOs express keen interest in expanding their business presence in India
PM says India will play decisive role in the global energy demand-supply balance
PM highlights investment potential of around USD 100 billion in exploration and production, citing investor-friendly policy reforms introduced by the government
PM calls for innovation, collaboration, and deeper partnerships, across the entire energy value chain

Prime Minister Shri Narendra Modi interacted with CEOs of the global energy sector as part of the ongoing India Energy Week (IEW) 2026, at his residence at Lok Kalyan Marg earlier today.

During the interaction, the CEOs expressed strong confidence in India’s growth trajectory. They conveyed their keen interest in expanding and deepening their business presence in India, citing policy stability, reform momentum, and long-term demand visibility.

Welcoming the CEOs, Prime Minister said that these roundtables have emerged as a key platform for industry-government alignment. He emphasized that direct feedback from global industry leaders helps refine policy frameworks, address sectoral challenges more effectively, and strengthen India’s position as an attractive investment destination.

Highlighting India’s robust economic momentum, Prime Minister stated that India is advancing rapidly towards becoming the world’s third-largest economy and will play a decisive role in the global energy demand-supply balance.

Prime Minister drew attention to significant investment opportunities in India’s energy sector. He highlighted an investment potential of around USD 100 billion in exploration and production, citing investor-friendly policy reforms introduced by the government. He also underscored the USD 30 billion opportunity in Compressed Bio-Gas (CBG). In addition, he outlined large-scale opportunities across the broader energy value chain, including gas-based economy, refinery–petrochemical integration, and maritime and shipbuilding.

Prime Minister observed that while the global energy landscape is marked by uncertainty, it also presents immense opportunity. He called for innovation, collaboration, and deeper partnerships, reiterating that India stands ready as a reliable and trusted partner across the entire energy value chain.

The high-level roundtable saw participation from 27 CEOs and senior corporate dignitaries representing leading global and Indian energy companies and institutions, including TotalEnergies, BP, Vitol, HD Hyundai, HD KSOE, Aker, LanzaTech, Vedanta, International Energy Forum (IEF), Excelerate, Wood Mackenzie, Trafigura, Staatsolie, Praj, ReNew, and MOL, among others. The interaction was also attended by Union Minister for Petroleum and Natural Gas, Shri Hardeep Singh Puri and the Minister of State for Petroleum and Natural Gas, Shri Suresh Gopi and senior officials of the Ministry.