বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
ভগবান শিবের অনুপ্রেরণায় এই স্টেডিয়ামের নক্সা তৈরী করা হয়েছে
প্রধানমন্ত্রী সমগ্র উত্তরপ্রদেশে প্রায় ১,১১৫ কোটি টাকা ব্যয়ে ১৬টি অটল আবাসিয়া বিদ্যালয়ের উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসব ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বারাণসী সফর করবেন। বেলা ১টা ৩০ মিনিট নাগাদ বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর, ৩টে ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী পৌঁছোবেন রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন কেন্দ্রে। সেখানে তিনি কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসব ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমগ্র উত্তরপ্রদেশে তৈরী ১৬টি অটল আবাসিয়া বিদ্যালয়ের উদ্বোধনও করবেন। 

বারাণসীর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি প্রধানমন্ত্রীর আধুনিক ও বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো তৈরীর স্বপ্ন পূরণ করবে। এই আধুনিক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বারাণসীর রাজাতালাও-এর গঞ্জারিতে ৩০ একর জমির ওপর ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরী করা হবে। ভগবান শিবের অনুপ্রেরণায় এই স্টেডিয়ামের নক্সা তৈরী করা হয়েছে। ঘাটের মত ধাপে ধাপে থাকবে বসার জায়গা। থাকবে বিশেষ ধরনের ফ্লাড লাইটের ব্যবস্থা। এই স্টেডিয়ামটিতে ৩০ হাজার দর্শক বসতে পারবেন। 

শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে সমগ্র উত্তরপ্রদেশে প্রায় ১,১১৫ কোটি টাকা ব্যয়ে তৈরী করা হয়েছে ১৬টি অটল আবাসিয়া বিদ্যালয়। শ্রমিক, নির্মাণকর্মী এবং কোভিড অতিমারীতে অনাথ শিশুদের জন্য মূলত এই বিদ্যালয়। শিশুদের সার্বিক বিকাশ এবং গুণগতমানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে এই বিদ্যালয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি স্কুল ১০ থেকে ১৫ একর জমিতে নির্মাণ করা হয়েছে। থাকছে শ্রেণীকক্ষ, খেলার মাঠ, বিনোদন ক্ষেত্র, ছোট প্রেক্ষাগৃহ, ছাত্রাবাস, মেস ও কর্মীদের জন্য আবাসন। এই আবাসিক বিদ্যালয়গুলির প্রতিটিতে এক হাজার পড়ুয়ার স্থান হবে। 

কাশীর সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও মজবুত করার জন্য প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তার ওপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসবের। এই উৎসবে প্রায় ৩৭ হাজার মানুষ অংশ নিয়েছেন। ১৭টি বিভাগে তাঁরা তাঁদের শিল্পকর্ম প্রস্তুত করেছেন। এগুলি হল – সঙ্গীত, বাদ্যযন্ত্র, নাটক, নৃত্য ইত্যাদি। প্রতিভাবান অংশগ্রহণকারীরা তাঁদের সাংস্কৃতিক দক্ষতা রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগিতা ও কনভেনশন কেন্দ্রের অনুষ্ঠানে উপস্থাপনের সুযোগ পাবেন। 

 

Explore More
ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

জনপ্রিয় ভাষণ

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
India Climbs to 7th Place in Global Climate Performance Index, Emphasizing Renewable Energy Gains

Media Coverage

India Climbs to 7th Place in Global Climate Performance Index, Emphasizing Renewable Energy Gains
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 ডিসেম্বর 2023
December 09, 2023

PM Modis Vision of Viksit Bharat – Inclusive and Ensuring Last Mile Delivery