Under PMFME Scheme, credit linked support of over Rs 770 crore to be provided to around 26,000 beneficiaries for micro projects in food processing sector

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নতুন দিল্লির ভারত মন্ডপম – এ ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ অংশগ্রহণ করবেন। এক জনসমাবেশেও ভাষণ দেবেন তিনি। 
২৫ – ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া আয়োজিত হবে। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্র এবং পুষ্টিকর ও জৈব খাদ্য উৎপাদনে ভারতের বিশেষ ক্ষমতা তুলে ধরা হবে। 
ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া প্রধানমন্ত্রী মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস প্রকল্পের আওতায় খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের ক্ষুদ্র প্রকল্পগুলির জন্য ২৬ হাজার সুবিধাভোগীকে ৭৭০ কোটি টাকারও বেশি ঋণ সহায়তা প্রদান করবে। 
ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ায় মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোলটেবিল বৈঠক, কারিগরি বিষয়ক আলোচনা, প্রদর্শনী, বি ২ বি, বি ২ জি, জি ২ জি সভা সহ বিভিন্ন বাণিজ্যিক কাজকর্ম হবে। ফ্রান্স, জার্মানী, ইরান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক, ইতালি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, তাইওয়ান, বেলজিয়াম, তানজানিয়া, সাইপ্রাস, আফগানিস্তান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ২১টি দেশ এবং ১৫০ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারী যোগ দেবেন এই ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ায়।
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসেবে ভারতের ভূমিকা, খাদ্য প্রক্রিয়াকরণের স্থায়িত্ব, পুষ্টি ও স্বাস্থ্যের জন্য প্রক্রিয়াজাত খাদ্য, উদ্ভিদজাত খাদ্য ইত্যাদি রয়েছে। এই ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া’য় ১৪টি প্যাভিলিয়ন থাকবে। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 5 ডিসেম্বর 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions