প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১ অক্টোবর, ২০২৫-এ সকাল ১০-৩০ মিনিটে নতুন দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং আরএসএস-এর অবদান সংক্রান্ত মুদ্রা প্রকাশ করবেন।
১৯২৫-এ মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস-এর প্রতিষ্ঠা করেন ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার। স্বেচ্ছাসেবী-ভিত্তিক এই সংগঠনের লক্ষ্য ছিল, নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা, শৃঙ্খলা, সেবা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। দেশের পুনর্নির্মাণে আরএসএস-এর এক অনন্য অবদান রয়েছে। সঙ্ঘের মূলমন্ত্র হল, দেশাত্মবোধ এবং জাতীয় চরিত্র গঠন। আরএসএস মাতৃভূমির প্রতি ত্যাগ, শৃঙ্খলা, আত্মসংযম, সাহস এবং বীরত্ববোধ জাগিয়ে তোলে। সঙ্ঘের চূড়ান্ত লক্ষ্য হল, ভারতের সর্বাঙ্গীন বিকাশ।
বিগত এক শতাব্দী ধরে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ এবং বিপর্যয়ের সময় ত্রাণকার্যে আরএসএস এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। আরএসএস-এর স্বেচ্ছাসেবকরা বন্যা, ভূমিকম্প এবং সাইক্লোন সহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় ত্রাণ ও উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
শুধুমাত্র ঐতিহাসিক সাফল্যের প্রতি সম্মান জ্ঞাপন নয়, আরএসএস-এর শতবর্ষ উদযাপনের লক্ষ্য হল, ভারতের সাংস্কৃতিক যাত্রায় এর অবদান তুলে ধরা এবং দেশের ঐক্যের ক্ষেত্রে বার্তা দেওয়া।


