Jeevika Nidhi to Provide Affordable Access to Funds for Rural Women Entrepreneurs
Jeevika Nidhi to operate entirely on Digital Platform Ensuring Direct and Transparent Fund Transfers

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ১২-৩০ মিনিটে বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের সূচনা করবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০৫ কোটি টাকা হস্তান্তর করবেন। 

জীবিকা নিধি গড়ে তোলার মূল উদ্দেশ্য হল, জীবিকার সঙ্গে যুক্ত সদস্যদের স্বল্প সুদের হারে তহবিলের ব্যবস্থা করা। জীবিকার ক্লাস্টার স্তরে প্রতিটি নিবন্ধিত সংস্থা এই সোসাইটির সদস্য হবে। বিহার সরকার এবং কেন্দ্রীয় সরকার এই তহবিলে অর্থ প্রদান করবে যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনায় ব্যয় করা হবে। 

দীর্ঘদিন ধরে জীবিকার স্বনির্ভর গোষ্ঠীগুলির মহিলা সদস্যরা শিল্পোদ্যোগী হয়ে উঠেছেন। তাঁরা গ্রামাঞ্চলে বিপুল সংখ্যায় ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তবে, এইসব মহিলা শিল্পোদ্যোগীদের অনেক সময় মূলধনের জন্য ১৮-২৪ শতাংশ হারে চড়া সুদে ঋণ নিতে হয়। জীবিকা নিধি এঁদের জন্য একটি বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তুলছে। এই ব্যবস্থায় মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠানগুলির ওপর সংশ্লিষ্টদের নির্ভরশীলতা হ্রাস পাবে। এছাড়াও তাঁরা স্বল্প হারে বিপুল পরিমাণে ঋণ নিতে পারবেন। 

একটি ডিজিটাল মঞ্চের মাধ্যমে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে। স্বচ্ছভাবে, দ্রুততার সঙ্গে ‘জীবিকা দিদি’দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ হস্তান্তরিত হবে। পুরো প্রক্রিয়াটি পরিচালনার জন্য ১২ হাজার সদস্যকে ট্যাবলেট দেওয়া হবে।

গ্রামাঞ্চলে মহিলাদের শিল্পোদ্যোগে আরও সক্রিয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্প্রদায়-ভিত্তিক এক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হবে। বিহারের ২০ লক্ষ মহিলা এই অনুষ্ঠানে সামিল হবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Rashtrapati Bhavan replaces colonial-era texts with Indian literature in 11 classical languages

Media Coverage

Rashtrapati Bhavan replaces colonial-era texts with Indian literature in 11 classical languages
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 25 জানুয়ারি 2026
January 25, 2026

Inspiring Growth: PM Modi's Leadership in Fiscal Fortitude and Sustainable Strides