শেয়ার
 
Comments
প্রধানমন্ত্রী বনস ডেইরি সঙ্কুল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এর ফলে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়ে উঠবে এবং এই অঞ্চলের কৃষকদের জন্য নতুন সুযোগ সুবিধা তৈরি হবে
প্রধানমন্ত্রী ২০ লক্ষের বেশি বাসিন্দাকে গ্রামীণ আবাসিক অধিকার রেকর্ড ‘ঘরউনি’ বিতরণ করবেন
প্রধানমন্ত্রী এই সফরে বারাণসীতে ৮৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
প্রকল্পগুলির মধ্যে নগর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক পরিকাঠামো এবং পর্যটন সহ বিভিন্ন ধরনের ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে
বারাণসীকে ৩৬০ ডিগ্রি রূপান্তরের জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন
 
প্রধানমন্ত্রী তাঁর সংসদীয় এলাকায় উন্নয়ন ও আর্থিক অগ্রগতির জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এরই অঙ্গ হিসেবে আগামী ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী বারাণসী সফর করবেন এবং দুপুর ১টার সময় একাধিক উন্নয়নমূলক উদ্যোগের সূচনা করবেন। 
 
বারাণসীতে কারখিয়াওঁ-তে উত্তর প্রদেশ সরকার পরিচালিত শিল্প উন্নয়ন কর্তৃপক্ষের ফুড পার্কে ‘বনস ডেইরি সঙ্কুল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ৩০ একর এলাকা জুড়ে এটি গড়ে উঠছে। এর জন্য ৪৭৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। প্রতিদিন ৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণের সুবিধা থাকবে এখানে। এর ফলে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়ে উঠবে এবং এই অঞ্চলের কৃষকদের জন্য নতুন সুযোগ সুবিধা তৈরি হবে। এদিন প্রধানমন্ত্রী ‘বনস ডেইরি’র সঙ্গে যুক্ত ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩৫ কোটি টাকা বোনাস ডিজিটাল মাধ্যমে হস্তান্তর করবেন। 
 
প্রধানমন্ত্রী বারাণসীর রামনগরে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন প্ল্যান্ট, বায়ো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুগ্ধ উৎপাদক সমবায় ইউনিয়ন প্ল্যান্টে জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
 
প্রধানমন্ত্রী এদিন ন্যাশনাল ডেইরি ডেভলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর সহায়তায় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর তৈরি দুগ্ধজাত পণ্যের সামঞ্জস্যপূর্ণ মূল্যায়ণ প্রকল্পের ওপর নির্মিত একটি পোর্টাল এবং লোগোর সূচনা করবেন। এই সুনির্দিষ্ট লোগো বিআইএস এবং এনডিডিবি-র উভয়ের মানদণ্ড সুনিশ্চিত করবে এবং দুগ্ধজাত পণ্যের গুণমান সম্পর্কে সাধারণ মানুষের মনে আশ্বাস যোগাবে। 
 
তৃণমূল স্তরে জমির মালিকানাধীন সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী আগামীকাল উত্তর প্রদেশের ২০ লক্ষের বেশি বাসিন্দাকে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের স্বামিত্ব প্রকল্পের আওতায় গ্রামীণ আবাসিক অধিকার রেকর্ড ‘ঘরউনি’ বিতরণ করবেন। 
 
প্রধানমন্ত্রী এই সফরে বারাণসীতে ৮৭০ কোটি টাকারও বেশি মূল্যের ২২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বারাণসীকে ৩৬০ ডিগ্রি রূপান্তরের জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই প্রকল্পগুলি সেক্ষেত্রে বিশেষ সাহায্য করবে।
 
প্রধানমন্ত্রী বারাণসীতে একাধিক নগর উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে পুরাতন কাশীর ওয়ার্ডগুলির পুনর্নির্মাণের ৬টি প্রকল্প, বেনিয়াবাগে একটি পার্কিং ও সারফেস পার্ক, দুটি পুকুরের সৌন্দর্যায়ন, রমনা গ্রামে একটি স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং স্মার্ট সিটি মিশনের আওতায় ৭২০টি স্থানে উন্নত নজরদারি ক্যামেরার ব্যবস্থা রয়েছে।
 
শিক্ষা ক্ষেত্রের যে প্রকল্পগুলি প্রধানমন্ত্রী এদিন উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আওতাধীন শিক্ষক প্রশিক্ষণের জন্য আন্তঃবিশ্ববিদ্যালয় কেন্দ্র। ১০৭ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হচ্ছে। এছাড়াও ৭ কোটি টাকা ব্যয়ে উচ্চতর তিব্বতীয় শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং করৌন্ডি আইআইটি-তে আবাসিক ফ্ল্যাট ও স্টাফ কোয়াটারেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 
 
স্বাস্থ্য ক্ষেত্রে মহামান্য পণ্ডিত মদন মোহন মালব্য ক্যান্সার সেন্টারে ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিকিৎসকদের আবাসন, নার্সদের থাকার জায়গা এবং আশ্রয় শিবিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি ভদ্রসীতে ৫০ শয্যা বিশিষ্ট সুসংহত আয়ুষ হাসপাতালের উদ্বোধন করবেন। আয়ুষ মিশনের আওতায় পিন্দ্রা তহসিলে ৪৯ কোটি টাকা ব্যয়ে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
 
সড়ক ক্ষেত্রে প্রয়াগরাজ এবং ভাদোহি সড়কের জন্য দুটি ‘৪ থেকে ৬ লেনের’ রাস্তা সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই সড়ক বারাণসীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং শহরের যানজটের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
পবিত্র শহরকে ঘিরে পর্যটনের সম্ভাবনার বিকাশের লক্ষ্যে বারাণসীতে ‘শ্রী গুরু রবিদাস জী মন্দির’, ‘শ্রী গোবর্ধন’ সম্পর্কিত পর্যটন উন্নয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 
 
এছাড়াও প্রধানমন্ত্রী আগামীকাল বারাণসীতে উচ্চ ফলনসীল ধানের বীজ তৈরির জন্য আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্র, পায়কপুর গ্রামে একটি আঞ্চলিক রেফারেন্স স্ট্যান্ডার্ডস ল্যাবরেটরি এবং পিন্দ্রা তহসিলে একটি অ্যাডভোকেট ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 
Explore More
৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণের বঙ্গানুবাদ

জনপ্রিয় ভাষণ

৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণের বঙ্গানুবাদ
First batch of Agniveers graduates after four months of training

Media Coverage

First batch of Agniveers graduates after four months of training
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM praises float-on - float-off operation of Chennai Port
March 28, 2023
শেয়ার
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has praised float-on - float-off operation of Chennai Port which is a record and is being seen an achievement to celebrate how a ship has been transported to another country.

Replying to a tweet by Union Minister of State, Shri Shantanu Thakur, the Prime Minister tweeted :

"Great news for our ports and shipping sector."