প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ আগস্ট ২০২৩-এ জোহানেসবার্গে ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে অংশ নিয়েছেন। 

বৈঠকে ব্রিকস্ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃত্বের পাশাপাশি আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার অতিথি দেশগুলিও অংশগ্রহণ করে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ব্রিকস্-কে দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বর হয়ে ওঠার আহ্বান জানান। তিনি আফ্রিকার সঙ্গে ভারতের নিবিড় অংশীদারিত্বের কথা তুলে ধরেন এবং এজেন্ডা ২০৬৩-এর আওতায় আফ্রিকার উন্নয়ন যাত্রায় সাহায্য করার জন্য ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বহুপাক্ষিক বিশ্বকে শক্তিশালী করে তুলতে আরও সহযোগিতার আহ্বান জানান এবং বিশ্বমানের প্রতিষ্ঠানগুলির প্রাসঙ্গিকতা বজায় রাখতে সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড, সাইবার নিরাপত্তা, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতার জন্য নেতৃত্বের কাছে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সৌর জোট, এক সূর্য এক বিশ্ব এক গ্রীড, বিপর্যয় মোকাবিলায় পরিকাঠামোর জন্য সহযোগিতা, এক বিশ্ব এক স্বাস্থ্য, বিগ ক্যাট অ্যালায়েন্স এবং পরম্পরাগত ওষুধের জন্য বিশ্বমানের কেন্দ্রের মতো আন্তর্জাতিক উদ্যোগে অংশ হওয়ার জন্য দেশগুলিকে আমন্ত্রণ জানান। ভারতের ডিজিটাল গণ পরিকাঠামো বিষয় সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Festive push: Auto retail sales up 32%

Media Coverage

Festive push: Auto retail sales up 32%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 7 নভেম্বর 2024
November 07, 2024

#OneRankOnePension: PM Modi Ensuring Dignity of Soldiers

India’s Socio - Economic Resilience Soars under the leadership of PM Modi