প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রদ্ধা নিবেদন করেছেন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জিকে তাঁর বলিদান দিবসে।
এক্স – এ একটি পোস্টে তিনি লিখেছেন, “ডঃ শ্যামা প্রসাদ মুখার্জিকে তাঁর বলিদান দিবসে কোটি কোটি প্রণাম। তিনি দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার জন্য অতুলনীয় সাহস ও পৌরুষের পরিচয় দিয়েছিলেন। দেশ গঠনে তাঁর অমূল্য অংশগ্রহণ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে”।
डॉ. श्यामा प्रसाद मुखर्जी को उनके बलिदान दिवस पर कोटि-कोटि नमन। उन्होंने देश की अखंडता को अक्षुण्ण रखने के लिए अतुलनीय साहस और पुरुषार्थ का परिचय दिया। राष्ट्र निर्माण में उनका अमूल्य योगदान हमेशा श्रद्धापूर्वक याद किया जाएगा।
— Narendra Modi (@narendramodi) June 23, 2025