প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলম্বোর কাছে শ্রী জয়বর্ধেনাপুরা কট্টে-তে ‘ভারতীয় শান্তি রক্ষা বাহিনী (আইপিকেএফ) স্মৃতিসৌধে’ শ্রদ্ধা নিবেদন করেছেন।
আইপিকেএফ স্মৃতিসৌধ ভারতীয় শান্তি রক্ষা বাহিনী শহীদ সৈন্যদের স্মরণ করে, যাঁরা শ্রীলঙ্কার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।


