প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে ৫১তম জি-৭ শীর্ষ বৈঠকের ফাঁকে ১৭ জুন ২০২৫-এ ইতালির প্রধানমন্ত্রী মাননীয়া শ্রীমতি জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের সঙ্গে ইতালির মজবুত বন্ধুত্বের সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।
ইতালির প্রধানমন্ত্রীর এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী এক্স পোস্টে লিখেছেন :
"প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আপনার সঙ্গে পুরোপুরি এক সহমত। ইতালির সঙ্গে ভারতের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে, আমাদের দুই দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন !
@GiorgiaMeloni”
Fully agree with you, PM Giorgia Meloni. India’s friendship with Italy will continue to get stronger, greatly benefitting our people!@GiorgiaMeloni https://t.co/LaYIIZn8Ry
— Narendra Modi (@narendramodi) June 17, 2025


