প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসমের দিব্যাঙ্গ শিল্পী অভিজিৎ গোতানির সঙ্গে ভাব বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইট বার্তায় জানানো হয়েছে, “অসমের অভিজিৎ গোতানির সঙ্গে আজ সকালে প্রধানমন্ত্রী @narendramodi সাক্ষাৎ করেন। তিনি তাঁর স্মরণীয় আলাপচারিতায় কিছু অভিজ্ঞতা ভাগ করেছেন”।
Earlier today, Abhijeet Gotani from Assam met PM @narendramodi. He shares his experience from the memorable interaction... pic.twitter.com/uzIwjQCZXs
— PMO India (@PMOIndia) July 22, 2022


