ভারতের জনস্বাস্থ্য ও পুষ্টি পরিমণ্ডলকে জোরদার করার লক্ষ্যে আগামী প্রজন্মের জিএসটি সংস্কারের রূপান্তরমূলক প্রভাবের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স-এ শ্রীমতী চন্দ্র আর শ্রীকান্তের এক পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী বলেছেন :
“দেশজুড়ে অত্যাবশ্যক খাদ্যদ্রব্য, রান্নার আবশ্যিক সামগ্রী এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য আরও সহজলভ্য করার মাধ্যমে #NextGenGST-তে গৃহীত পদক্ষেপসমূহ ‘সুস্থ ভারত’-এর ভাবনার বার্তা দিচ্ছে।
সেইসঙ্গে আয়ুষ্মান ভারত এবং পোষণ অভিযানের মতো উদ্যোগের মাধ্যমে এই সমস্ত সংস্কার উন্নত স্বাস্থ্য, সুষম পুষ্টি এবং প্রতিটি নাগরিকের উন্নত জীবনযাপনের প্রতি আমাদের অঙ্গীকারকে মজবুত করছে।”
A big push towards health
— Chandra R. Srikanth (@chandrarsrikant) September 3, 2025
More emphasis on proteins
Carbonated drinks, tobacco, cigarettes get the axe
GST on food items, drinks, cooking items ⏬⏬
Graphics via @moneycontrolcom pic.twitter.com/nAT4dnNVpN


