প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে মহিলাদের ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়ের জন্য হরমিলন বাইনস-কে অভিনন্দন জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“এশিয়ান গেমসে মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে দেশকে রুপোর পদক এনে দেওয়ার জন্য @HarmilanBains-কে অভিনন্দন। খেলাধূলার প্রতি অতুলনীয় উদ্দীপনা, আবেগ এবং ভালোবাসার জন্য এই দৃষ্টিনন্দন সাফল্য।”
Congratulations @HarmilanBains on bringing home the Silver Medal in Women's 1500m event. A spectacular performance marked by unmatched zeal, passion and love for the sport. pic.twitter.com/l565q5dVva
— Narendra Modi (@narendramodi) October 1, 2023


