PM expands the mantra of SMART policing and calls upon police to become strategic, meticulous, adaptable, reliable and transparent
PM calls upon police to convert the challenge posed due to digital frauds, cyber crimes and AI into an opportunity by harnessing India’s double AI power of Artificial Intelligence and ‘Aspirational India’
PM calls for the use of technology to reduce the workload of the constabulary
PM urges Police to modernize and realign itself with the vision of ‘Viksit Bharat’
Discussing the success of hackathons in solving some key problems, PM suggests to deliberate about holding National Police Hackathons
Conference witnesses in depth discussions on existing and emerging challenges to national security, including counter terrorism, LWE, cyber-crime, economic security, immigration, coastal security and narco-trafficking

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে ৩০ নভেম্বর এবং ১লা ডিসেম্বর অনুষ্ঠিত পুলিশের মহানির্দেশক এবং মহানিরীক্ষকদের ৫৯-তম সর্বভারতীয় সম্মেলনে অংশ নিয়েছেন।  

সমাপ্তি অধিবেশনে প্রধানমন্ত্রী গোয়েন্দা দফতরের আধিকারিকদের কৃতিত্বের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে, সম্মেলনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সুরক্ষার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা থেকে উদ্ভূত প্রতিরোধী রণকৌশল বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 

 

ভাষণে প্রধানমন্ত্রী ডিজিটাল প্রতারণা এবং এআই প্রযুক্তি বিশেষ করে সামাজিক এবং পারিবারিক সম্পর্কে ডিপ ফেকের কুপ্রভাব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এর প্রতিরোধী ব্যবস্থা হিসেবে তিনি পুলিশকে সমস্যাগুলিকে সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন কৃত্রিম মেধার উপযুক্ত ব্যবহার এবং ‘প্রত্যাশ্যাযুক্ত ভারত’-এর স্বপ্নকে সাকার করার মাধ্যমে। 

তিনি স্মার্ট পুলিশিং এর মন্ত্র দিয়ে পুলিশকে কৌশলী, নিখুঁত, নমনীয়, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ হওয়ার পরামর্শ দিয়েছেন। শহরাঞ্চলে পুলিশি উদ্যোগের প্রশংসা করে তিনি এই উদ্যোগগুলির মধ্যে সম্বন্বয় করে দেশের ১০০টি শহরেই তা রূপায়ণ করার পরামর্শ দিয়েছেন। তিনি কাজের ভার কমাতে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন এবং সম্পদ বরাদ্দের জন্যে পুলিশ স্টেশনগুলিকেই কেন্দ্রবিন্দু করার পরামর্শ দিয়েছেন। 

 

অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে হ্যাকাথনের সাফল্য নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী জাতীয় স্তরে পুলিশ হ্যাকাথন আয়োজন করার জন্য আলোচনা শুরু করার পরামর্শ দিয়েছেন। 

স্বরাষ্ট্র মন্ত্রকে সর্দার বল্লবভাই প্যাটেল-এর অতুলনীয় অবদানের কথা স্মরণ করে  পুলিশের ভাবমূর্তি, পেশাদারিত্ব এবং সক্ষমতার উন্নতিকারক যেকোনও উপায়কে লক্ষ্য হিসেবে স্থির করে তা অর্জন করার মাধ্যমে আগামীবছর ১৫০-তম জন্মবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে পুলিশ থানা স্তর পর্যন্ত শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পুলিশের আধুনিকীকরণ এবং ‘বিকশিক ভারত’-এর আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

 

সম্মেলনে সন্ত্রাসবাদ, চরম বামপন্থা, সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ, অভিবাসন, উপকূল নিরাপত্তা এবং মাদক চোরাচালান সহ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পুরোনো এবং নতুন নতুন সমস্যা নিয়ে গভীর আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে নিরাপত্তাজনিত পরিস্থিতি, শহরে পুলিশি কাজকর্মের ধারা এবং বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধ রণকৌশল নিয়েও আলোচনা হয়। এছাড়াও নতুন গুরুত্বপূর্ণ অপরাধ আইনের রূপায়ণ, পুলিশের উদ্যোগ এবং সেরা কাজকর্মের পাশাপাশি প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সমীক্ষা করা হয়। আলোচনাকালে প্রধানমন্ত্রী মূল্যবান পরামর্শ দেন এবং ভবিষ্যতের পথচিত্র পেশ করেন। 

 

সম্মেলনে সন্ত্রাসবাদ, চরম বামপন্থা, সাইবার অপরাধ, অর্থনৈতিক অপরাধ, অভিবাসন, উপকূল নিরাপত্তা এবং মাদক চোরাচালান সহ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে পুরোনো এবং নতুন নতুন সমস্যা নিয়ে গভীর আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে নিরাপত্তাজনিত পরিস্থিতি, শহরে পুলিশি কাজকর্মের ধারা এবং বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধ রণকৌশল নিয়েও আলোচনা হয়। এছাড়াও নতুন গুরুত্বপূর্ণ অপরাধ আইনের রূপায়ণ, পুলিশের উদ্যোগ এবং সেরা কাজকর্মের পাশাপাশি প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও সমীক্ষা করা হয়। আলোচনাকালে প্রধানমন্ত্রী মূল্যবান পরামর্শ দেন এবং ভবিষ্যতের পথচিত্র পেশ করেন। 

 

সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধান সচিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীগণ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও যোগ দেন। হাইব্রিড এই সম্মেলনে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশের মহানির্দেশক ও মহানিরীক্ষক এবং সিএপিএফ/সিপিওর প্রধানরা। এছাড়াও সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন পদস্থ ৭৫০-এর বেশি আধিকারিক যোগ দেন ভার্চুয়াল মাধ্যমে।   

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'We bow to all the great women and men who made our Constitution': PM Modi extends Republic Day wishes

Media Coverage

'We bow to all the great women and men who made our Constitution': PM Modi extends Republic Day wishes
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 26 জানুয়ারি 2025
January 26, 2025

Appreciation for PM Modi’s Vision for Taking India to New Heights on 76 Republic Day

Citizens Appreciate PM Modi’s Commitment to Celebrate Unsung Heroes Amongst Us – People’s Padma