প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চিত্তোরগড়ের প্রাক্তন সাংসদ মহেন্দ্র সিং মেওয়াড়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“সামাজিক ও রাজনৈতিক জীবনে অমূল্য অবদান রাখা চিত্তোরগড়ের প্রাক্তন সাংসদ ও মেওয়াড় রাজঘরানার সদস্য মহেন্দ্র সিং মেওয়াড়ের প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। তিনি রাজস্থানের ঐতিহ্য রক্ষায় ও সৌন্দর্য্য বর্ধনের কাজে নিয়োজিত ছিলেন। জনগণের সেবায় সমর্পিত ছিলেন তিনি। সমাজ কল্যাণে তাঁর কাজ সর্বদাই প্রেরণাদায়ক হয়ে থাকবে। শোকের এই সময়ে তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের প্রতি রইল আমার সমবেদনা। ওঁ শান্তি !”
सामाजिक और राजनीतिक जीवन में अमूल्य योगदान देने वाले चित्तौड़गढ़ के पूर्व सांसद और मेवाड़ राजघराने के सदस्य महेंद्र सिंह मेवाड़ जी के निधन से अत्यंत दुख हुआ है। वे जीवनपर्यंत राजस्थान की विरासत को सहेजने और संवारने में जुटे रहे। उन्होंने लोगों की सेवा के लिए पूरे समर्पित भाव से…
— Narendra Modi (@narendramodi) November 10, 2024