PM Modi lays foundation of the New Green Field International Airport & Electronic City in Goa
PM Modi appreciates the State of Goa, for its progress
PM lauds Manohar Parrikar for taking Goa to new heights of progress: PM
With the new airport the impetus to tourism will be immense: PM
A digitally trained, modern and youth driven Goa is being shaped today. This has the power to transform India: PM
We took a key step to help the honest citizen of India defeat the menace of black money: PM
I was not born to sit on a chair of high office. Whatever I had, my family, my home...I left it for the nation: PM
Yes I also feel the pain. These steps taken were not a display of arrogance. I have seen poverty & understand people's problems: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গোয়ার শ্যামা মুখার্জিস্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রবিবার মোপা বিমানবন্দর এবং তুয়াম-এর ইলেকট্রনিকসিটি’-র শিলান্যাস করলেন। তাছাড়া প্রধানমন্ত্রী ‘মাইন কাউন্টার মেজার ভেসেল’নির্মাণের পরিকাঠামো এবং পাঁচটি ‘কোস্ট গার্ড অফসোর পেট্রোল ভেসেল’ নির্মাণসূচনারও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণের শুরুতে কয়েক সপ্তাহ আগেগোয়ায় অনুষ্ঠিত ব্রিকস শিখর সম্মেলন সফলভাবে আয়োজিত করায় ভারতকে সক্ষম করে তোলায়যারা কাজ করেছেন, তাদেরকে অভিনন্দিত করেন। তাছাড়া গোয়া রাজ্যের অগ্রগতিরও তিনি প্রশংসাকরেন।

বিমানবন্দর প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তনপ্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী’-র এই প্রতিশ্রুতি পূরণ হওয়ায় তিনি খুশি।তিনি বলেন, এতে গোয়ার লাভ হবে এবং পর্যটনে বিশেষ গতি আসবে। ইলেকট্রিনিক সিটিপ্রকল্পের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিট্যাল পদ্ধতিতে প্রশিক্ষিত, আধুনিকও যুবসমাজ পরিচালিত গোয়া এখন তৈরি হচ্ছে, যার ক্ষমতা রয়েছে ভারতকে রূপান্তরিতকরার।

টাকা বাতিল নিয়ে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তেরউল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৮ নভেম্বর দেশের বেশিরভাগ মানুষ শান্তিতেঘুমিয়েছেন। কিন্তু সামান্য কিছু মানুষ এখনও ঘুমাতে পারেন নি। তিনি বলেন, কেন্দ্রীয়সরকার কালো টাকার ভীতিকে পরাজিত করে দেশের সৎ নাগরিকদের সহায়তা করার জন্য একটিবিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এই টাকা বাতিলের প্রক্রিয়া সফল করার বিষয়টি সুনিশ্চিতকরার জন্য যারা কাজ করে চলেছেন, প্রধানমন্ত্রী তাদের সবাইকে ধন্যবাদ জানান। তিনিবলেন, এক্ষেত্রে সমস্যা ও যন্ত্রণা তিনিও অনুভব করছেন এবং এই পদক্ষেপগুলি যে নেওয়াহয়েছে তা কোনো গর্বোদ্ধত প্রকাশ নয়। তিনি বলেন, তিনি দারিদ্র্য প্রত্যক্ষ করেছেনএবং মানুষের সমস্যাগুলি অনুধাবন করছেন।

তিনি স্মরন করেন যে, ২০১৪ সালে মানুষ দেশকে দুর্নীতিমুক্তকরার জন্য ভোট দিয়েছিলেন। তিনি কালো টাকা নির্মূলে কেন্দ্রীয় সরকার যেসব পদক্ষেপগ্রহণ করেছে, তার উল্লেখ করেন।

তিনি স্মরন করেন যে, ২০১৪ সালে মানুষ দেশকে দুর্নীতিমুক্তকরার জন্য ভোট দিয়েছিলেন। তিনি কালো টাকা নির্মূলে কেন্দ্রীয় সরকার যেসব পদক্ষেপগ্রহণ করেছে, তার উল্লেখ করেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Apple exports record $2 billion worth of iPhones from India in November

Media Coverage

Apple exports record $2 billion worth of iPhones from India in November
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 ডিসেম্বর 2025
December 17, 2025

From Rural Livelihoods to International Laurels: India's Rise Under PM Modi