PM Modi inaugurates the Arunachal Civil Secretariat in Itanagar, Arunachal Pradesh
I can tell you with great pride that ministers & officials from the Centre are visiting the Northeast very regularly: PM Modi
I am delighted to visit Arunachal Pradesh and be among the wonderful people of this state: PM Modi in Itanagar
For farmers, we are ensuring they get better access to markets, says PM Modi
#AyushmanBharat scheme will take the lead in providing quality and affordable healthcare: PM in Itanagar
PM Modi says that development will originate in Arunachal Pradesh in the coming days & this development will illuminate India

আজ অরুণাচলপ্রদেশ সফর করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানেতিনি উদ্বোধন করেন দোরজি খান্ডু রাজ্য সম্মেলন কেন্দ্রের।এখানে রয়েছে একটিপ্রেক্ষাগৃহ, একটি আলোচনা কক্ষ এবং একটি প্রদর্শনী কক্ষ।   

রাজ্যেরপ্রশাসনিক সচিবালয় ভবনটিও এদিন জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে,তোমো রিবা স্বাস্থ্য ও চিকিৎসা-বিজ্ঞান প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ব্লকের শিলান্যাসওকরেন তিনি।   

  

তাঁর ভাষণশোনার জন্য অপেক্ষারত উৎসুক জনসাধারণের উদ্দেশে শ্রী মোদী বলেন যে অরুণাচল প্রদেশসফরের সুযোগ লাভ করে তিনি খুবই আনন্দিত। সেইসঙ্গে, এই রাজ্যের সুন্দর মানুষদেরসান্নিধ্যে এসেও তিনি খুবই খুশি হয়েছেন।   

প্রধানমন্ত্রীতাঁর ভাষণে বলেন যে রাজ্যের প্রধান প্রধান দপ্তরগুলির অধিকাংশই এই নতুন সচিবালয়থেকে কাজ করে যাবে। এখানে সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত হবে সমন্বয় রক্ষার কাজও যারফলশ্রুতিতে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা জনসাধারণের পক্ষে পরিষেবা লাভ আরও সহজহয়ে উঠবে।   

  

ইটানগরেসম্মেলন কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তাঁর খুশি ও আনন্দের কথা ব্যক্তকরেন। তিনি বলেন, এই ভবনটি শুধুমাত্র একটি বাড়ি নয়, এটি হয়ে উঠবে এক প্রাণচঞ্চলকেন্দ্র যা অরুণাচল প্রদেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকেও আরও বাড়িয়ে তুলবে।সরকারি এবং বেসরকারি – উভয় ক্ষেত্রেই আলোচনা এবং সাংস্কৃতিক কর্মপ্রচেষ্টার একটিকেন্দ্র হবে এই ভবনটি। নাগরিকদের তিনি ব্যক্তিগতভাবে পরামর্শ দেবেন যাতে তাঁরাঅরুণাচল প্রদেশের এই সম্মেলন কেন্দ্র ব্যবহারের সুযোগ লাভ করেন। প্রসঙ্গত,উত্তর-পূর্বাঞ্চল পরিষদের একটি বৈঠকের সূত্রে তাঁর শিলং সফরের কথা উল্লেখ করেনপ্রধানমন্ত্রী। তিনি বলেন যে ঐ সময় কৃষি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজনকরা হয় সিকিমে।   

বিভিন্নদপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা যে নিয়মিতভাবে উত্তর-পূর্বাঞ্চলসফর করছেন, একথারও উল্লেখ করেন তিনি।   

  

স্বাস্থ্যক্ষেত্রেরসমস্যা ও সম্ভাবনাগুলি ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে এই বিশেষক্ষেত্রটিতে মানবসম্পদ, পরিকাঠামো এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে আমাদেরএখন আরও বেশি করে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এই কারণে, দেশের বিভিন্ন প্রান্তে মেডিকেলকলেজ স্থাপন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। এর কারণ হল, যখন কোন ছাত্র একটিনির্দিষ্ট অঞ্চলে থেকে শিক্ষালাভ করেন, তখন সেখানকার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্নসমস্যা ও চ্যালেঞ্জগুলি সম্পর্কে তাঁরা পরিচিতি ও অভিজ্ঞতা লাভ করেন।  

প্রধানমন্ত্রীবলেন, স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত করে তোলার পাশাপাশি, তাকে সুলভ করে তোলাপ্রয়োজন। দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর পরিবারগুলির কল্যাণে স্টেন্ট-এর দাম যেঅনেকটাই কমিয়ে আনা হয়েছে, একথার উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, দেশেরনাগরিকদের কাছে উন্নতমানের সুলভ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ‘আয়ুষ্মান ভারত’কর্মসূচিটি এক বিশেষ ভূমিকা পালন করবে।   

রাজ্যেরউন্নয়নে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুর উদ্যোগ ও প্রচেষ্টারভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী ২০২৭ সালের মধ্যে অরুণাচল প্রদেশরাজ্যটি উন্নয়নের কোন শীর্ষে উন্নীত হতে চলেছে, তার একটি সুন্দর রোডম্যাপও তৈরিকরেছেন মুখ্যমন্ত্রী। এই কাজে তিনি শুধুমাত্র সরকারি আধিকারিকদের কাছ থেকেই নয়, বিভিন্নক্ষেত্রের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের প্রস্তাব ও পরামর্শও গ্রহণ করেছেন।  

Click here to read PM's speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan

Media Coverage

Portraits of PVC recipients replace British officers at Rashtrapati Bhavan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister welcomes passage of SHANTI Bill by Parliament
December 18, 2025

The Prime Minister, Shri Narendra Modi has welcomed the passage of the SHANTI Bill by both Houses of Parliament, describing it as a transformational moment for India’s technology landscape.

Expressing gratitude to Members of Parliament for supporting the Bill, the Prime Minister said that it will safely power Artificial Intelligence, enable green manufacturing and deliver a decisive boost to a clean-energy future for the country and the world.

Shri Modi noted that the SHANTI Bill will also open numerous opportunities for the private sector and the youth, adding that this is the ideal time to invest, innovate and build in India.

The Prime Minister wrote on X;

“The passing of the SHANTI Bill by both Houses of Parliament marks a transformational moment for our technology landscape. My gratitude to MPs who have supported its passage. From safely powering AI to enabling green manufacturing, it delivers a decisive boost to a clean-energy future for the country and the world. It also opens numerous opportunities for the private sector and our youth. This is the ideal time to invest, innovate and build in India!”