প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, মা জগদম্বের কৃপা ভক্তদের জীবনে এক নতুন সুখের সকাল বয়ে আনে।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“মা জগদম্বের কৃপা ভক্তদের জীবনে এক সুখের সকাল বয়ে নিয়ে আসে। নবরাত্রিতে দেবী মা-কে নিবেদিত লতা দিদি-র ভক্তিগীতি সকলের মধ্যে এক নতুন শক্তির জন্ম দেয়।”
প্রধানমন্ত্রী সকলের শোনার জন্য এই গানটি ভাগ করে নিয়েছেন –
मां जगदम्बे की कृपा उनके भक्तों के जीवन में खुशियों का नया सवेरा लेकर आती है। नवरात्रि में देवी मां के लिए लता दीदी की यह स्तुति हर किसी के लिए एक नई ऊर्जा का संचार करने वाली है…https://t.co/hSQ9YMv08W
— Narendra Modi (@narendramodi) April 4, 2025


