প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল শ্রী এম এম জেকব-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল শ্রী এম এম জেকব-এর প্রয়ানে আমি অত্যন্ত দুঃখিত। একজন সাংসদ, মন্ত্রী ও রাজ্যপাল হিসাবে তিনি দেশের সেবায় উল্লেখযোগ্য আবদান রেখেছেন। কেরলের সার্বিক উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে গেছেন। দুঃখের এই মুহূর্তে তাঁর পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি আমার সমবেদনা”।
Saddened by the demise of former Meghalaya Governor Mr. MM Jacob. He made notable contributions to the nation as a Parliamentarian, Minister and Governor. He worked extensively for the development of Kerala. My thoughts are with his family and well-wishers in this sad hour: PM
— PMO India (@PMOIndia) July 8, 2018


