প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, মধ্যপ্রদেশের ধার জেলায় মেগা টেক্সটাইল পার্কটি মেক ইন ইন্ডিয়ার প্রয়াসকে শক্তিশালী করে তুলবে। এছাড়াও যুব সম্প্রদায়ের জন্য নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, এই পার্ক রাজ্যে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে।
মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান-এর এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;
“মধ্যপ্রদেশের ধার জেলায় এই মেগা টেক্সটাইল পার্কটি আমাদের মেক ইন ইন্ডিয়ার প্রয়াসকে শক্তিশালী করে তুলবে। এছাড়াও যুব সম্প্রদায়ের জন্য নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে। এই পার্ক রাজ্যে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে। #PragatiKaPMMitra”
मध्य प्रदेश के धार जिले में इस मेगा टेक्सटाइल पार्क से जहां मेक इन इंडिया की हमारी पहल को और मजबूती मिलेगी, वहीं युवाओं के लिए रोजगार के साथ-साथ राज्य में विकास के नए द्वार खुलेंगे। #PragatiKaPMMitra https://t.co/DsFAzHGvsw
— Narendra Modi (@narendramodi) May 21, 2023


