প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারত তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে।
সর্দার বল্লভভাই প্যাটেলের পরম্পরাকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সর্দার প্যাটেল ছিলেন ঐক্যবদ্ধ ভারতের মূল চালিকাশক্তি এবং দেশ গঠনের সময়কালে জাতির ভাগ্য গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় ঐক্য, সুশাসন এবং জনসেবার প্রতি সর্দার প্যাটেলের একনিষ্ঠ অঙ্গীকার প্রজন্মর পর প্রজন্ম সকলকে অনুপ্রাণিত করে।
সর্দার প্যাটেলের ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করতে দেশবাসীর সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারত তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। তিনি ছিলেন ঐক্যবদ্ধ ভারতের মূল চালিকাশক্তি এবং দেশ গঠনের সময়কালে জাতির ভাগ্য গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় ঐক্য, সুশাসন এবং জনসেবার প্রতি সর্দার প্যাটেলের একনিষ্ঠ অঙ্গীকার প্রজন্মর পর প্রজন্ম সকলকে অনুপ্রাণিত করে। তাঁর ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা সকলে সংকল্পবদ্ধ”।
India pays homage to Sardar Vallabhbhai Patel on his 150th Jayanti. He was the driving force behind India’s integration, thus shaping our nation’s destiny in its formative years. His unwavering commitment to national integrity, good governance and public service continues to… pic.twitter.com/7quK4qiHdN
— Narendra Modi (@narendramodi) October 31, 2025


