প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলাদের ক্ষমতায়নে সরকার গত আট বছর করণীয় সবকিছুই করেছে। তিনি আরও বলেছেন, মহিলা-কেন্দ্রিক উন্নয়নের পরিণাম-স্বরূপ আমাদের মা, বোন ও কন্যাদের জীবনযাপন সহজ হয়েছে এবং তাঁরা দেশের অগ্রগতিতে বড় অবদান রাখছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “মহিলাদের ক্ষমতায়নে সরকার গত আট বছর করণীয় সবকিছুই করেছে। তিনি আরও বলেছেন, মহিলা-কেন্দ্রিক উন্নয়নের পরিণাম-স্বরূপ আমাদের মা, বোন ও কন্যাদের জীবনযাপন সহজ হয়েছে এবং তাঁরা দেশের অগ্রগতিতে বড় অবদান রাখছেন”।
बीते 8 वर्षों में नारी शक्ति के सशक्तिकरण में सरकार ने कोई कोर-कसर नहीं छोड़ी है। महिलाओं के नेतृत्व में विकास को शुरू से ही प्राथमिकता दी गई है। इसी का परिणाम है कि हमारी करोड़ों माताओं, बहनों और बेटियों का जीवन आसान हुआ है और वे देश के उत्थान में बढ़-चढ़कर योगदान दे रही हैं। pic.twitter.com/zFc1wEAH3v
— Narendra Modi (@narendramodi) June 1, 2022