QuoteThe journey of the Indian community in Trinidad and Tobago is about courage: PM
QuoteI am sure you all welcomed the return of Ram Lalla to Ayodhya after 500 years with great joy: PM
QuoteThe Indian diaspora is our pride: PM
QuoteAt the Pravasi Bharatiya Divas, I announced several initiatives to honour and connect with the Girmitiya community across the world: PM
QuoteIndia's success in space is global in spirit: PM

প্রধানমন্ত্রী কমলা পেরসাদ বিসেসার জি, 

মন্ত্রিসভার সদস্যবৃন্দ,

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, 

ভারতীয় অভিবাসী সদস্যরা,  

ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,

নমস্কার!

সীতা রাম!

জয় শ্রী রাম! 

আপনাদের কি কিছু মনে পড়ছে... কী দারুণ সংযোগ! 

আজ সন্ধ্যেতে আপনাদের সঙ্গে মিলিত হওয়া আমার কাছে  অপরিসীম  গর্ব ও আনন্দের। প্রধানমন্ত্রী কমলা জির দারুণ আতিথেয়তা ও সদয় সম্ভাষণের জন্য ধন্যবাদ জানাই। 


হামিং বার্ডের এই সুন্দর ভূখণ্ডে কিছুক্ষণ আগেই আমি এসে পৌঁছেছি এবং এখানে আমার কর্মসূচির প্রথম পর্বই ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যোগদান। এটা অত্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে। হাজার হোক আমরা একই পরিবারের অংশ। আপনাদের স্নেহ ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই। 

 

|

বন্ধুগণ, 

ত্রিনিদাদ ও টোবাগোতে ভারতীয় সম্প্রদায়ের যেকথা আমি জানি তা তাদের সাহসিকতার। আপনাদের পূর্ব পুরুষরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তা নিদারুণ কঠোর মনোভাবকেও পরাহূত করতে পারে। কিন্তু তাঁরা চরম আশাবাদের সঙ্গে এই কষ্টকে স্বীকার করেছেন। তাঁরা দৃঢ়তার সঙ্গে সেইসব সমস্যার মুখোমুখি হয়েছেন।


গঙ্গা ও যমুনাকে তাঁরা পিছনে ফেলে এসেছেন কিন্তু হৃদয়ে বয়ে এনেছেন রামায়ণকে। তাঁরা তাঁদের আবাসস্থল ছেড়ে এলেও আত্মাকে বিসর্জন দেননি। তাঁরা কেবল পরিযায়ী নয়, আবহমান সভ্যতার তাঁরা বার্তাবাহক। তাঁদের অবদান এদেশের উপকার সাধন করেছে – সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিক পথে। এই অসাধারণ দেশে আপনারা কি অপরিসীম প্রভাব বিস্তার করেছেন তা একবার দেখুন। 


কমলা পেরসাদ বিসেসার জি, এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ক্রিসটিন কার্লা কাঙ্গালু জি এখানকার মহিলা রাষ্ট্রপতি। প্রয়াত বাসদেও পাণ্ডে কৃষক সন্তান হয়েও প্রধানমন্ত্রী এবং বিশ্ব বরেণ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। গণিত শাস্ত্রে বরেণ্য পণ্ডিত রুদ্রনাথ কোপিলদেও, সঙ্গীতের আইকন সুন্দর পোপো, ক্রিকেট প্রতিভা ডারেন গঙ্গা এবং সিউদাস সাধু যাঁদের ভক্তি ও নিষ্ঠা সমুদ্রে মন্দির গড়েছে। এইরকম কীর্তিমানের সংখ্যা অসংখ্য। 


আপনারা গিরমিটিয়ার সন্তান। কেবল সংগ্রামেই যাদের স্বরূপ রচিত হয় না। আপনারা আপনাদের সাফল্য, সেবা এবং মূল্যবোধের দ্বারা স্বাতন্ত্রমণ্ডিত। সত্যি কথা বলতে কি “ডাবলস” এবং “ডাল পুরি”র মধ্যে জাদুকরি কিছু রয়েছে – কারণ আপনারা এই মহান দেশে সাফল্যকে দ্বিগুণ করে তুলেছেন।  


বন্ধুগণ, 

আমি ২৫ বছর আগে শেষ যখন এসেছিলাম তখন আমরা সকলে লারার কভার ড্রাইভ এবং পুল শটের খ্যাতি করতাম। আজ সুনীল নারায়ণ এবং নিকোলাস পুরাণ আমাদের যুবদের মনে অনুরূপ উদ্দীপনার সঞ্চার ঘটায়। তখন আর এখনের মধ্যে বন্ধুত্ব অনেক বেশি গভীর হয়ে উঠেছে। 


বেনারস, পাটনা, কলকাতা, দিল্লি হয়তো এগুলি ভারতের শহর তবে, সেই নামেই এখানকার রাস্তার নামও রয়েছে। নবরাত্রি, মহা শিবরাত্রি, জন্মাষ্টমী এখানে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়। চৌতাল এবং বৈঠকী গান এখানে এখনও অবিরত চলছে। 


আমি অনেক পরিচিত মুখের আন্তরিকতা লক্ষ্য করছি। তরুণ প্রজন্মের উজ্জ্বল চোখে অনুসন্ধিৎসা প্রত্যক্ষ করছি। যাঁরা জানার সঙ্গে বেড়ে উঠতে চান। সত্যি সত্যিই ভৌগোলিক এবং প্রজন্মগত চৌহদ্দিকে আমাদের সম্পর্ক ছাপিয়ে যায়। 

 

|

বন্ধুগণ, 

প্রভু শ্রী রামের প্রতি আপনাদের গভীর বিশ্বাসের কথা আমরা জানি। 
एक सौ अस्सी साल बीतल हो, मन न भुलल हो, भजन राम के, हर दिल में गूंजल हो । 


সাংগ্রে গ্রান্ডে এবং দাউ গ্রামে রামলীলা সত্যিই অনন্য। শ্রী রামচরিত মানসে বলেছে, 
राम धामदा पुरी सुहावनि।
लोक समस्त बिदित अति पावनि।। 

এর অর্থ হল, প্রভু শ্রী রামের পবিত্র শহর এতই সুন্দর যার মহিমা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমি স্থির নিশ্চিত ৫০০ বছর পর অযোধ্যায় রামলালার প্রত্যাবর্তনকে আপনারা গভীর আনন্দের সঙ্গে স্বাগত জানিয়েছেন। 

আমাদের মনে আছে অযোধ্যায় রামমন্দির নির্মাণে আপনারা পবিত্র জল এবং শিলা পাঠিয়েছিলেন। অনুরূপ ভক্তিভাবে আমিও এখানে কিছু নিয়ে এসেছি। রাম মন্দিরের প্রতিকৃতি এবং অযোধ্যায় সরযূ নদীর পবিত্র জল বয়ে আনা আমার কাছে সম্মানের। 

 
जन्मभूमि मम पुरी सुहावनि ।
उत्तर दिसि बह सरजू पावनि ।।
जा मज्जन ते बिनहिं प्रयासा ।
मम समीप नर पावहिं बासा ।। 


প্রভু শ্রীরাম বলেন, অযোধ্যার গড়িমা পবিত্র সরযূ থেকে এসেছে। এর জলে কেউ  ডুব দিলে শ্রীরামের সঙ্গে এক স্বর্গীয় বন্ধন অনুভব করতে পারবেন। 


सरयू जी और पवित्र संगम का ये जल, आस्था का अमृत है। ये वो प्रवाहमान धारा है, जो हमारे मूल्यों को...हमारे संस्कारों को हमेशा जीवंत रखती है। 


আপনারা সকলেই অবগত যে এবছরের শুরুতে মহাকুম্ভতে বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহাকুম্ভের জল সঙ্গে নিয়ে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমি কমলা জিকে অনুরোধ করবো সরযূ নদী এবং মহাকুম্ভের পবিত্র জল এখানকার গঙ্গাধারায় নিবেদন করতে। এই পবিত্র জলে ত্রিনিদাদ এবং টোবাগোর জনসাধারণ আশীর্বাদধন্য হন। 

 

|

বন্ধুগণ, 

অভিবাসী সম্প্রদায়ের শক্তি এবং সমর্থনকে আমরা গভীরভাবে মূল্য দিই। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৩ কোটি ৫০ লক্ষেরও বেশি ভারতীয় অভিবাসী আমাদের গর্ব। আমি প্রায়সই বলে থাকি আপনারা প্রত্যেকেই হলেন, এক একজন রাষ্ট্রদূত- ভারতীয় মূল্যবোধ, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক দূত স্বরূপ। 


এবছর ভুবনেশ্বরে আমাদের আয়োজিত প্রবাসি ভারতীয় দিবসে রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু জি আমাদের প্রধান অতিথি ছিলেন। কয়েক বছর আগে প্রধানমন্ত্রী কমলা পেরসাদ বিসেসর জি-র উপস্থিতিতে আমরা সম্মানিত হয়েছি। 


প্রবাসি ভারতীয় দিবসে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গিরমিটিয়া সম্প্রদায়ের সম্মানে এবং তাঁদের সঙ্গে যুক্ত হতে আমি নানা উদ্যোগের ঘোষণা করেছি। অতীতের ম্যাপিংয়ের মাধ্যমে আমরা উজ্জ্বল ভবিষ্যতের পথে মানুষজনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গিরমিটিয়া সম্প্রদায়ের জন্য আমরা এক সর্বাত্মক ডেটা বেস তৈরি করার লক্ষ্যে কাজ করে চলেছি। ভারতে তাঁদের গ্রাম এবং শহর যেখান থেকে তাঁদের পূর্ব পুরুষরা পরিযায়ী হিসেবে যাত্রা করেন তার এক তথ্য রচনা করা হচ্ছে। যাতে করে তাঁরা কোথায় গিয়ে বাসস্থান গড়েছেন, অধ্যয়ন করছেন তা চিহ্নিত করা হবে। গিরমিটিয়া পূর্বপুরুষদের পরম্পরাকে সংরক্ষণ করা এবং বিশ্ব গিরমিটিয়া সম্মেলন নিয়মিত আয়োজনের লক্ষ্যে যাতে কাজ করা যায়। এরমধ্যে দিয়ে ত্রিনিদাদ ও টোবাগোতে আমাদের ভাই-বোনদের সঙ্গে গভীর এবং ঐতিহাসিক সম্বন্ধ রক্ষায় তা বিশেষ সহায়ক হবে। 


আজ আমি আনন্দের সঙ্গে ওসিআই কার্ডের ঘোষণা করছি যা ত্রিনিদাদ ও টোবাগোতে ষষ্ঠ প্রজন্মের ভারতীয় অভিবাসিদেরকে প্রদান করা হবে। আপনারা কেবলমাত্র জন্মসূত্রে বা শিরোনামের দ্বারাই সম্পর্ক সূত্রে যুক্ত নয়, আপনারা অধিকার সূত্রে যুক্ত। ভারত আপনাদের দিকে তাকিয়ে, ভারত আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এবং ভারত আপনাদেরকে আলিঙ্গণ করছে। 


বন্ধুগণ, 

प्रधानमंत्री कमला जी के पूर्वज बिहार के बक्सर में रहा करते थे। कमला जी वहां जाकर भी आई हैं.... लोग इन्हें बिहार की बेटी मानते हैं


ভারতের জনসাধারণ প্রধানমন্ত্রী কমলা জিকে বিহারের কন্যা বলে গণ্য করেন। 

यहां उपस्थित अनेक लोगों के पूर्वज बिहार से ही आए थे। बिहार की विरासत... भारत के साथ ही दुनिया का भी गौरव है। लोकतंत्र हो, राजनीति हो, कूटनीति हो, हायर एजुकेशन हो...बिहार ने सदियों पहले दुनिया को ऐसे अनेक विषयों में नई दिशा दिखाई थी। मुझे विश्वास है, 21वीं सदी की दुनिया के लिए भी बिहार की धरती से, नई प्रेरणाएं, नए अवसर निकलेंगे। 

কমলা জির মতো আরও অনেক মানুষ রয়েছেন যাঁদের শিকড় প্রকৃত বিহারে। বিহারের ঐতিহ্য আমাদের সকলের কাছে এক গর্বের বিষয়। 


বন্ধুগণ,  

আমি স্থির নিশ্চিত ভারতের বিকাশে আপনারা প্রত্যকে গর্ববোধ করেন। নব ভারতের জন্য আকাশ আর সীমারেখা নয়। ভারতের চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করায় আপনারা সকলে নিশ্চিত হর্ষধ্বনি করেছেন। চন্দ্রপৃষ্ঠের যেখানে তা অবস্থান করেছে  আমরা তার শিবশক্তি পয়েন্ট নামকরণ করেছি। 

 

|

সম্প্রতি আপনারা নিশ্চয় আরও একটি খবর শুনেছেন। আমরা যখন এখানে কথা বলছি এক ভারতীয় নভশ্চর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। আমরা এখন গগনায়ন মহাকাশ যাত্রা নিয়ে কাজ করছি। সেদিন আর দূরবর্তী নয়, এক ভারতীয় যখন চাঁদের বুকে হাঁটবে এবং ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন হবে। 


हम अब तारों को सिर्फ गिनते नहीं हैं...आदित्य मिशन के रूप में...उनके पास तक जाने का प्रयास करते हैं।हमारे लिए अब चंदा मामा दूर के नहीं हैं ।हम अपनी मेहनत से असंभव को भी संभव बना रहे हैं। 


মহাকাশে ভারতের সাফল্য কেবল আমাদের একার নয়, এর ফল আমরা বিশ্বের সঙ্গে ভাগ করে নিচ্ছি। 


বন্ধুগণ,  

ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি। খুব তাড়াতাড়ি আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবো। ভারতের এই বিকাশ এবং অগ্রগতির ফল সর্বাপেক্ষা দরিদ্রদের কাছে পৌঁছোচ্ছে। 

भारत ने दिखाया है कि गरीबों को सशक्त करके... Empower करके... गरीबी को हराया जा सकता है। पहली बार करोड़ों लोगों में विश्वास जागा है, कि भारत गरीबी से मुक्त हो सकता है।

বিশ্ব ব্যাঙ্ক উল্লেখ করেছে যে বিগত এক দশকে ভারত ২৫ কোটি মানুষকে চরম দারিদ্রসীমার ওপরে তুলে এনেছে। আমাদের উদ্ভাবন এবং উজ্জীবিত যুবশক্তিতে ভারতের বিকাশের পথ শক্তিশালী হচ্ছে। 


আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ হাব। এইসব স্টার্টআপ গুলির প্রায় অর্ধেকের প্রধানের পদে রয়েছে মহিলারা। প্রায় ১২০টি স্টার্টআপ ইউনিকর্ন মর্যাদাভুক্ত। কৃত্রিম মেধা, সেমি কনডাক্টর এবং কোয়ানটাম কম্পিউটিং-কে ঘিরে জাতীয় লক্ষ্য আমাদের অগ্রগতির নতুন চালিকা শক্তি হয়ে উঠেছে। এক অর্থে উদ্ভাবন এখন গণ আন্দোলন হয়ে উঠেছে। 


ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ডিজিটাল পেমেন্টের বিপ্লব সাধন করেছে। বিশ্বের প্রায় ৫০ শতাংশ রিয়েল টাইম ডিজিটাল বিনিময় ভারতে হয়ে থাকে। ত্রিনিদাদ এবং টোবাগো এই এলাকায় প্রথম দেশ হিসেবে ইউপিআইকে গ্রহণ করায় আমি অভিনন্দন জানাই। এখন ‘সুপ্রভাত’ বার্তা বিনিময়ের মতনই টাকা পাঠানোটাও অনুরূপ সহজ! আমি প্রতিশ্রুতি দিচ্ছি ওয়েস্ট ইন্ডিস-এর বোলিং-র থেকেও তা দ্রুততর হয়ে উঠবে। 


বন্ধুগণ, 

আমাদের মিশন ম্যানুফ্যাকচারিং ভারতকে নির্মাণ হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ। আমরা বিশ্বকে রেল ইঞ্জিনও রপ্তানি করছি।   


আমাদের প্রতিরক্ষা রপ্তানিও কেবল এক দশকেই ২০ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা কেবল দেশে তৈরি করছি তাই নয়, বিশ্বের জন্যও তা নির্মিত হচ্ছে। আমাদের বিকাশ লাভের সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে তা বিশ্বের পারস্পরিক কল্যাণসাধন করবে। 

বন্ধুগণ, 

আজকের ভারত হচ্ছে সম্ভাবনার দেশ।  ব্যবসা, পর্যটন, শিক্ষা অথবা স্বাস্থ্য সবক্ষেত্রেই ভারতের অনেক কিছু দেওয়ার আছে। 

আপনাদের পূর্বপুরুষদের যাত্রাপথ ছিল অনেক কঠিন ও দীর্ঘ। এখানে পৌঁছোতে সমুদ্রপথে ১০০ দিনের বেশি যাত্রা করতে হতো - সাত সমুদ্রের পাড়! এখন সেই যাত্রাপথ কয়েক ঘন্টার মধ্যেই অতিক্রম করা সম্ভব। আপানারা সকলে আরও বেশি করে ভারত ভ্রমণে আসুন, তা সমাজমাধ্যমে ভার্চুয়াল ভিত্তিতে নয়, স্বশরীরে আসুন। 

আপনাদের পূর্বপুরুষদের গ্রাম ঘুরে দেখুন। যে মাটিতে তারা হেঁটেছেন সেখানে হাঁটুন। আপনাদের শিশুদের এবং প্রতিবেশীদের সঙ্গে  নিয়ে আসুন। যারা চা পানে ও ভালো গল্পে আনন্দ পান তাদের সঙ্গে নিয়ে আসুন। আপনাদের সকলকে দু' হাত মেলে, উষ্ণ হৃদয়ে এবং জিলাপির সঙ্গে আমরা শুভেচ্ছা জানাবো!

 

|

আপনারা আমাকে যে ভালোবাসা এবং আন্তরিকতা দেখিয়েছেন সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। 


আমাকে সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রী কমলা জিকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই।     

 

|

बहुत बहुत धन्यवाद.


নমস্কার!
সীতা রাম!
জয় শ্রী রাম! 

 

  • Rajeev Sharma July 19, 2025

    जय श्रीराम
  • ram Sagar pandey July 17, 2025

    🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय माँ विन्ध्यवासिनी👏🌹💐ॐनमः शिवाय 🙏🌹🙏जय कामतानाथ की 🙏🌹🙏🌹🌹🙏🙏🌹🌹🌹🙏🏻🌹जय श्रीराम🙏💐🌹🌹🌹🙏🙏🌹🌹जय श्रीकृष्णा राधे राधे 🌹🙏🏻🌹
  • Smt mamata mohanta July 17, 2025

    🙏🙏
  • Chandrabhushan Mishra Sonbhadra July 17, 2025

    🌴🌴
  • Chandrabhushan Mishra Sonbhadra July 17, 2025

    🌴
  • रीना चौरसिया July 17, 2025

    https://nm-4.com/j7x8
  • Yogendra Nath Pandey Lucknow Uttar vidhansabha July 17, 2025

    Jay shree Ram
  • Raj kumar Das Parshad July 15, 2025

    हर हर महादेव 🙏🔱🚩
  • Dhuman Singh Kirmach July 15, 2025

    Jai ho
  • Vikramjeet Singh July 14, 2025

    Modi 🙏🙏
Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
India’s Northeast: The new frontier in critical mineral security

Media Coverage

India’s Northeast: The new frontier in critical mineral security
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 জুলাই 2025
July 19, 2025

Appreciation by Citizens for the Progressive Reforms Introduced under the Leadership of PM Modi