গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে ‘মন কি বাত’ অনুষ্ঠানকে ভিত্তি করে আয়োজিত এক ক্যুইজে অংশগ্রহণের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, যে এ মাসের মন কি বাত অনুষ্ঠানে বন্যপ্রাণ থেকে পরিবেশ এবং সংস্কৃতি থেকে ভারতের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন;
“মন কি বাত-এর সাম্প্রতিক অনুষ্ঠানটিতে আলোচিত বন্যপ্রাণ থেকে পরিবেশ এবং সংস্কৃতি থেকে ভারতের সমৃদ্ধ ইতিহাসকে ভিত্তি করে ‘নমো অ্যাপ’-এ এক চিত্তাকর্ষক ক্যুইজের আয়োজন করা হয়েছে। আপনাদের সকলকে তাতে অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
In the recent #MannKiBaat programme, we covered topics ranging from wildlife to the environment and from culture to India’s rich history. There’s an interesting quiz on the NaMo App which I urge you all to take part in. pic.twitter.com/9p1HGAzFMK
— Narendra Modi (@narendramodi) September 28, 2022