প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ সেপ্টেম্বর উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড সফরে যাবেন।
উত্তর প্রদেশের বারাণসীতে ভারত সফররত মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠক করবেন তিনি। ঐতিহাসিক শহর বারাণসীতে ৯ – ১৬ সেপ্টেম্বর ভারত সফরে আসা মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক দু’দেশের সভ্যতাগত ও আধ্যাত্মিক সংযোগের বিষয়টিকে বিশেষভাবে প্রতিফলিত করে। আলাপচারিতায় স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানী, পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল জনপরিকাঠামো, সমুদ্র অর্থনীতির মতো বিষয়গুলি প্রাধান্য পাবে। এ বছর মার্চ মাসে প্রধানমন্ত্রীর মরিশাস সফরের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘পরিবর্ধিত কৌশলগত অংশীদারিত্ব’ হিসেবে চিহ্নিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করবেন দুই নেতা। ভারতের প্রশান্ত মহাসাগরীয় নীতি, মহাসাগর নীতি এবং প্রতিবেশী সর্বাগ্র নীতিতে মরিশাসের বিশেষ গুরুত্ব রয়েছে।
এই বৈঠকের পর, প্রধানমন্ত্রী বিকেলে উত্তরাখন্ডের বন্যা দুর্গত এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। উচ্চ পর্যায়ের এক বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করবেন তিনি।


